scorecardresearch

ফ্ল্যাটে ‘আপত্তিকর’ অবস্থায় অন্য মহিলার সঙ্গে অভিনেতা! বিয়ে ভাঙল টলিপাড়ার জুটির

অভিনেতাকে হাতেনাতে ধরে ফেলেন ‘হবু স্ত্রী’!

Suman Dey, Suravi Sanyal, Bengali serial, Television stars, Bengali TV actor, Suman Suravi, সুমন দে, সুরভী সান্যাল, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, সুমন সুরভী, টলিপাড়ার জুটি, টলিউডের খবর
সুমন দে এবং সুরভী সান্যালের বিচ্ছেদ!

বছরখানেক ধরেই প্রেম। দু’জনেই উত্তরবঙ্গের শিলিগুড়ির মানুষ। অভিনয়ের টানে কলকাতায় এসে লিভ-ইন সম্পর্কে ছিলেন। দুই পরিবারের তরফে বিয়েও পাকা। তারপরই অঘটন! ফ্ল্যাটে অভিনেতাকে আপত্তিকর অবস্থায় অন্য মহিলার সঙ্গে দেখে ফেলেন হবু স্ত্রী! এরপর যা হওয়ার তাই। বিয়ে ভাঙল টলিপাড়ার পরিচিত জুটির।

সুমন দে এবং সুরভী সান্যাল, দু’জনেই ছোটপর্দার সুবাদে এখন দর্শকদের পরিচিত মুখ। বিশেষ করে অভিনেতা। ‘নকশি কাঁথা’, ‘তুমি যে আমার’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। বছর খানেক ধরেই সুরভীর সঙ্গে সম্পর্কে ছিলেন সুমন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের রিল দেখেও অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত হতেন। এমনকী, ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে বিয়ের কথাও ঘোষণা করেন সুরভী ও সুমন! কিন্তু তেইশের শুরুতেই অভিনেতার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন সুরভী। কেন?

[আরও পড়ুন: মাঝরাতে মদ্যপ হয়ে সহ-অভিনেত্রীর বাড়িতে হামলা চালান সুমন, হয় থানা-পুলিশও!]

[আরও পড়ুন: ‘ওখানে সব খিচুড়ি ভাষায় কথা বলে..’, ঢাকায় গিয়ে কলকাতাকে মারাত্মক অপমান শ্রীলেখার]

সংবাদমাধ্যমের কাছে নিজেই সেকথা স্বীকার করেছেন সুরভী সান্যাল। জানান, ফিফা বিশ্বকাপ ফাইনালের রাতের ঘটনা। সুমনের ফ্ল্যাটে হাতেনাতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন তিনি। মুখের ভাষা হারিয়ে ফেলেছিলেন সুরভী। তাঁর এখনও বিশ্বাসই হচ্ছে না যে, বিয়ে ঠিক হওয়ার পরও এভাবে বিশ্বাসঘাতকতা করা হয়েছে তাঁর সঙ্গে। এর আগেও অবশ্য তাঁদের মধ্যে ঝগড়া হয়েছে। বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সুমন নিজেই। তবে পরে সব মিটমিট হয়ে একসঙ্গেই সুখের ঘরকন্না করছিলেন।

বিগত কয়েক দিন ধরেই ফেসবুকে একের পর এক দুঃখের পোস্ট শেয়ার করছেন সুরভী। ভালবাসার এই পরিণতি যে তিনি মেনে নিতে পারছেন না, তা পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। সুরভী জানান, “প্রকাশ্যেই টিভির পর্দায় বিয়ের কথা ঘোষণা করেছিলাম। মধ্যবিত্ত পরিবার। রাস্তাঘাটে মা-বাবাকে কথা শুনতে হচ্ছে। সেটার জন্য আরও খারাপ লাগছে। ১ মাস হয়ে গেল সুমনের সঙ্গে আর কোনওরকম যোগাযোগ নেই।”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Bengali tv actor suravi sanyal accused boyfriend suman dey cheated her