Ananya Engagement Shopping: নেকলেস পছন্দ হতেই পকেটে টান! অনন্যার জন্য কত টাকার গয়না কিনলেন সুকান্তর মা?

Ananya-Sukanta : অনন্যাকে নিয়ে আশীর্বাদের গয়না কিনলেন হবু শাশুড়ি মা। কত টাকার গয়না কিনলেন? ভিডিও পোস্ট করে দেখালেন সুকান্ত।

Ananya-Sukanta : অনন্যাকে নিয়ে আশীর্বাদের গয়না কিনলেন হবু শাশুড়ি মা। কত টাকার গয়না কিনলেন? ভিডিও পোস্ট করে দেখালেন সুকান্ত।

author-image
Kasturi Kundu
New Update
অনন্যার জন্য কত টাকার গয়না কিনলেন সুকান্তর মা?

অনন্যার জন্য কত টাকার গয়না কিনলেন সুকান্তর মা?

Ananya-Sukanta Engagement Shopping: বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অনন্যা গুহ। ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর হিসেবেও তাঁর একটা বিপুল জনপ্রিয়তা রয়েছে। প্রেমিক সুকান্তও বেসরকারি সংস্থায় কাজের সঙ্গে ইউটিউবার হিসেবেও নিজের একটা পরিচয় তৈরি করেছেন। টেলি অভিনেত্রী অনন্যার সঙ্গে প্রেমের তাঁর সম্পর্কের কথা আজ সকলেরই জানা।

Advertisment

প্রায় আড়াই বছর প্রেমের পর নতুন বছরে জীবনের নতুন একটা অধ্যায় শুরু করবেন সুকান্ত-অনন্যা। ফেব্রুয়ারিতেই হবে আংটি বদল। তার আগে হবু বউমার জন্য শহর কলকাতার এক অভিজাত সোনার দোকান থেকে কত টাকার গয়না কিনলেন সুকান্তর মা? ভিডিও দেখলেই তা বুঝতে পারবেন। 

গয়নার দোকানের A টু Z ভিডিও নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনন্যা-সুকান্ত। অনেক গয়না দেখেশুনে অবশেষে পছন্দের গয়না কিনে বাড়ি নিয়ে এসেছেন সুকান্তর মা। শুধু সোনার জিনিসই নয়, হীরের গয়নার ডিপার্টমেন্টেও ছেলে আর হবু বউমা-কে নিয়ে গিয়েছেন সুকান্তর মা।

মা আর অনন্যাকে নিয়ে একটা মিষ্টি ভিডিও পোস্ট করেছেন সুকান্ত। বাগদানের সঙ্গেই হবে আশীর্বাদ। সেই বিশেষ অনুষ্ঠানের জন্যই উপহার কিনতে এসেছেন সুকান্তর মা। পাঁচ লাখের হার পছন্দ করেছিলেন অনন্যার হবু শাশুড়ি মা। সঙ্গে সঙ্গে সুকান্ত বলেন, এটা বাজেটের বাইরে!

Advertisment

বিভিন্ন রকমের ডিজাইন দেখে পছন্দ করেছেন তাঁরা। গয়নার দাম দেখে সুকান্ত মজা করে আবার অনন্যাকে বলছেন, যেটুকু টাকা কম পড়বে সেটা যেন অনন্যা দিয়ে দেন। এই কথা শুনেই অনন্যার সাফ জবাব, নিজের উপহার নিজের টাকায়!তার থেকে বরং একটা দুল দিয়ে দেওয়ার পরামর্শ দেন অনন্যা (মজা করে)। সোনার ডিপার্টমেন্টে দুটো গয়না পছন্দ করে হীরের গয়নাও দেখতে গেলেন অনন্যার হবু শাশুড়ি মা। প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন সুকান্ত। হবু বউমার জন্য গয়না কিনে খুশি সুকান্তের মা।

ভিডিওর শেষে সুকান্ত তাঁর একটা আপশোষের কথাও বলেছেন সুকান্ত কুণ্ডু। সব গয়না কেনার পর জানতে পেরেছেন ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র দিন গয়নার দামের উপর একটা বিরাট ছাড় পাওয়া যেত। সেই সময়ই গয়নাগুলো কিনলে ভাল হতো। 

কিন্তু, আর তো কিছু করার নেই। কেনাকাটা শেষ। বাগদানের অনুষ্ঠানের জন্য এখন দুই পরিবারেই চূড়ান্ত ব্যস্ততা। সোশ্যাল মিডিয়ায় জীবনের আনন্দ-হাসি-মজার মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন সুকান্ত-অনন্যা।  নতুন জীবন শুরুর ঘোষণাও যৌথ ভাবে সোশ্যাল মিডিয়ায় করেছিলেন তাঁরা। 

bengali culture Bengali Serial Bengali Actress Bengali Film Bengali serial TRP Bengali Film Industry