/indian-express-bangla/media/media_files/2025/08/29/swarna-2025-08-29-14-32-52.jpg)
কী বলছেন পরিচালক?
Swarnendu Samaddar: বাংলা ধারাবাহিকের মধ্যে পুরুষদের প্রাধান্য বাড়ছে? এমনকি, পুরুষকেন্দ্রিক সিরিয়ালের সংখ্যা নাকি বাড়ছে? বিশেষ করে পরশুরাম- আজকের নায়ক যেদিন থেকে হিট করতে শুরু করেছে বা বেঙ্গল টপার হতে শুরু করেছে, সেদিন থেকেই পুরুষকেন্দ্রিক সিরিয়াল নিয়ে আলোচনা চলছে। তাহলে কি এধরণের সিরিয়াল নিয়ে ভাবনা চিন্তা করছেন পরিচালকরা? বা তাঁরা কি এর প্রয়োজনীয়তা অনুভব করছেন?
এই ধরণের সিরিয়ালের জনপ্রিয়তা তুঙ্গে কিনা, বা সাফল্য আকাশছোঁয়া কিনা, সেই প্রসঙ্গে জানতেই, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যখন ধারাবাহিকের জনপ্রিয় পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারকে জিজ্ঞেস করা হল, তিনি সম্পূর্ণ নেতিবাচক মন্তব্যই করেছেন। আসলেই কি ম্যাজিক ক্রিয়েট করতে পারছে সেগুলি? পরিচালক সোজাসুজি বললেন... "আসলেই কি? পুরুষকেন্দ্রিক সিরিয়াল সত্যিই সফল হচ্ছে? আমার তো মনে হচ্ছে না। কারণ পরশুরাম ছাড়া, আর কোনও পুরুষকেন্দ্রিক ধারাবাহিক সফল হচ্ছে কি? স্নেহাশিস দা ম্যাজিক জানেন, তাই পরশুরাম সফল হচ্ছে।"
Smriti Irani: চরম অর্থনৈতিক সংগ্রাম, কাজ করতেন সাফাইকর্মী হিসেবে, এক নিমেষেই পাল্টে গেল অভিনেত্রীর জীবন...
প্রসঙ্গেই উঠে এল তাহলে কি কদর বাড়ছে পুরুষ চরিত্রের? বর্তমানে চিরসখা ধারাবাহিকে মৃত্যু হয়েছে প্লুটোর। আর তারপর থেকেই আলোচনা তুঙ্গে। পরিচালককে বলতে শোনা গেল, এই ধারাবাহিকের ক্ষেত্রেও নাকি অভিনেত্রী অথবা নায়িকাদের ওপর দিয়েই ঝড় দেখানো হয়েছে। তাই, নারী চরিত্র নিয়ে সবসময়ই বাংলা সিরিয়ালে উত্তেজনা বেশি থাকে। তবে, তিনি এও জানান, বদলাতে নিজেদেরকে হবে। এবং, এমন বদল করতে হবে, যারা সিরিয়ালপ্রেমী তাঁরা যেন, ভাল কিছু দেখতে পায় বা উপভোগ করতে পারে। তাঁর কথায়...
আমাদের টার্গেট অডিয়েন্স সবসময় মহিলারাই থাকেন। খেয়াল করলে দেখা যাবে, এখনকার দিনে তাও বাবা-কাকারা বসে ধারাবাহিক দেখেন। তবে, অভিনেত্রীদের জায়গায় পুরুষ ভিত্তিক কনটেন্ট এখনও সফল না। এবং, পরিচালকরা যদি এখন বদলানোর চেষ্টা না করেন, তাহলে সম্ভব না। আমাদের যে সিরিয়ালগুলো হয়, নায়িকারা সব ধরণের প্রফেশন বোধহয় করে ফেলেছেন। তাঁরা সাধারণ হয়ে বম্ব ডিফিউজ থেকে সব করতে পারেন। সাধারণ মানুষদের নিয়ে গল্প বানালে, সেটা কিন্তু খারাপ হবে না। আমি নিজেও কয়েকদিন আগে পুরুষকেন্দ্রিক একটা ধারাবাহিকের জন্য কথা বললাম। আসলে, চ্যানেল এবং মেকাররা এগুলো সিদ্ধান্ত নেন। আর আমার মনে হয়, প্রাইম টাইমে যারা সিরিয়াল ভালবাসেন, তাঁরা নিশ্চয়ই নতুন কিছু হলে দেখবেন।