/indian-express-bangla/media/media_files/2025/08/29/smriti-2025-08-29-11-22-02.jpg)
চেনেন এই অভিনেত্রীকে...
অভিনয়ের জগতে কিছু অভিনেতা তাদের অসাধারণ প্রতিভার মাধ্যমে স্থায়ী ছাপ রেখে গেছেন। সেই তালিকার অন্যতম নাম স্মৃতি ইরানি। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক "কিউকি সাস ভি কাভি বহু থি"-তে তুলসী বিরানি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন এবং ভারতীয় টেলিভিশনের চেহারা বদলে দিয়েছিলেন। কিন্তু সাফল্যের এই শিখরে ওঠার আগে স্মৃতির জীবন একেবারেই সহজ ছিল না।
কখনও রাস্তায় প্রসাধনী বিক্রি করেছেন, কখনও আবার ম্যাকডোনাল্ডসে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করেছেন। তবুও নিজের স্বপ্নের প্রতি দৃঢ় বিশ্বাসই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। একটি পডকাস্টে স্মৃতি বলেন, "আমি বিশ্বাস করি, আমি নিয়তির সন্তান। এমন এক পটভূমি থেকে এসেছি যেখানে অর্থনৈতিক সংগ্রাম ছিল চরম, যেখানে মানুষ সাধারণত সফল হয় না। তবুও আমি বিশ্বাস করতাম, একদিন আমার পথ আমি নিজেই তৈরি করব।"
স্মৃতির শৈশবও ছিল নানা টানাপোড়েনে ভরা। দিল্লিতে জন্ম নেওয়া স্মৃতি ছিলেন তিন বোনের মধ্যে বড়। বাবা বই বিক্রি করতেন আর্মি ক্লাবের বাইরে, আর মা বিভিন্ন বাড়িতে মশলা বিক্রি করতেন। কলেজ ছেড়ে দিয়ে, মাত্র ১৮০০ টাকা মাসিক বেতনে ভারতের প্রথম ম্যাকডোনাল্ডসে সাফাইকর্মী হিসেবে কাজ শুরু করেন তিনি। এর আগেই মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় শীর্ষ ১০ ফাইনালিস্ট হয়েছিলেন, তবে এর জন্য তাকে ১ লক্ষ টাকা ধার করতে হয়েছিল। পরে এয়ার হোস্টেস হওয়ার চেষ্টা করলেও “ব্যক্তিত্বের অভাব” দেখিয়ে প্রত্যাখ্যাত হন।
Mithun Chakraborty: ড্যান্স বাংলা ড্যান্সে ফাঁস হল বড় রহস্য, মিঠুনের পারিশ্রমিক নিয়ে খুল্লামখুল্লা আলোচনা
ধারাবাহিকে কাজ পাওয়ার আশায় অডিশন দিতে থাকেন তিনি। অবশেষে একতা কাপুরের মা তাকে দেখে পছন্দ করেন এবং পরামর্শ দেন “কিউঙ্কি সাস ভি কাভি বহু থি”-তে কাস্ট করার জন্য। মজার ব্যাপার হল, প্রথমে একতাও নিশ্চিত ছিলেন না, তবে মায়ের কথায় এবং স্মৃতির অডিশনে হাসি দেখে তিনি সুযোগ দেন। তখন প্রতিদিনের পারিশ্রমিক ছিল ১৮০০ টাকা, যা স্মৃতির কাছে লটারি জেতার মতো মনে হয়েছিল।
২০০০ সালে ধারাবাহিকটি শুরু হয় এবং মাত্র কয়েক মাসেই টিআরপি তালিকার শীর্ষে উঠে আসে। প্রায় আট বছর ধরে স্মৃতি ইরানি তুলসী চরিত্রে ঘরে ঘরে জনপ্রিয়তা অর্জন করেন। এই সময়েই তিনি জুবিন ইরানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং দুই সন্তানের মা হন।
Bollywood actor: বিক্রি করতেন পেন, রেল ষ্টেশনেই পাল্টাল দিন, ৪টি ফ্ল্যাটের মালিক এই অভিনেতা, চেনেন?
অভিনয় জীবনের সাফল্যের পর তিনি রাজনীতিতে যোগ দেন। ২০১১ সালে বিজেপিতে সক্রিয়ভাবে কাজ শুরু করেন এবং তথ্য ও সম্প্রচার, নারী ও শিশু উন্নয়নসহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত তিনি আমেথি থেকে লোকসভার সাংসদ ছিলেন।
এখন, ২০২৫ সালে, অভিনয় জীবনের ২৫ বছর পূর্তিতে স্মৃতি আবারও টেলিভিশনে ফিরেছেন। অবাক করার মতো বিষয় হল, আজও দর্শক তাকে একই ভালোবাসায় গ্রহণ করেছেন। বর্তমানে তিনি ভারতীয় টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী, প্রতি পর্বে পান প্রায় ১৪ লক্ষ টাকা।