HANGAMA DOT COM: জট কাটিয়ে মুক্তির অপেক্ষায়, ঈদে বড় পর্দায় জমবে ওম-শ্রাবন্তী-বনি-কৌশানীর 'হাঙ্গামা ডট কম'

New Bengali Movie: আসন্ন ঈদে বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ওম-শ্রাবন্তী-বনি-কৌশানীর 'হাঙ্গামা ডট কম'। প্রকাশ্যে সিনেমার নতুন পোস্টার। দুবছর পর জটিলতা কাটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের 'হাঙ্গামা ডট কম'।

author-image
Kasturi Kundu
New Update
sdgf

ঈদে বড় পর্দায় জমবে ওম-শ্রাবন্তী-বনি-কৌশানীর 'হাঙ্গামা ডট কম'

HANGAMA DOT COM Release Date: কর্মব্যস্ত জীবনে মানুষ যেন প্রাণ খুলে হাসার সময়টুকুও পাচ্ছে না। প্রতিযোগীতার ইঁদুর দৌঁড়ে এগিয়ে যাওয়ার লক্ষে সামিল প্রত্যেকেই। কিন্তু, নিজেকেও তো হাসি খুশি রাখাটা ভীষণ জরুরি। সেই জন্যই হাসির রদসে ভরপুর নির্ভেজাল রোম্যান্টিক কমেডি ছবি 'হাঙ্গামা ডট কম' নিয়ে হাজির পরিচালক ডঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

Advertisment

মাল্টি স্টারকাস্ট ভিত্তিক এই ছবিতে রয়েছেন টলি ক্যুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বনি সেনগুপ্ত, ওম সাহানি।  এছাড়াও 'হাঙ্গামা ডট কম' -এর গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার ও বিশ্বনাথ বসু। আগামী ঈদেই বড় পর্দায় হাঙ্গামা করতে প্রস্তুত সকলে। প্রকাশ্যে সিনেমার নতুন পোস্টার।  

দুবছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল 'হাঙ্গামা ডট কম'-এর। ২০২২-এ মুক্তি পেয়েছিল সিনেমার অন্য একটি পোস্টারও। অবশেষে আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে 'হাঙ্গামা ডট কম'। সিনেমার নাম শুনেই বোঝা যাচ্ছে গল্পের প্রতি পরতে থাকবে হাস্যরস আর সেই সঙ্গে রোম্যান্সের ছোঁয়া।

Advertisment

তবে প্রেমের পথ যে সবসময় মসৃণ হয় না সেই প্রেক্ষাপটও রয়েছে পরিচালক  ডঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের আপকামিং রমকম মুভি 'হাঙ্গামা ডট কম'-এ। দুই ভিন্ন পরিবার যাঁদের সংস্কৃতিও সম্পূর্ণ আলাদা, তখন প্রেমের পথে আসা চ্যালেঞ্জের মোকাবিলা কী ভাবে করতে হয় সেই বুনোটেই গল্প বুনেছেন পরিচালক। 

দুজন মধ্যবয়স্ক বাবার সংস্কৃতির পার্থক্য নিয়ে তৈরি হবে মতভেদ-দ্বন্দ্ব। কিন্তু, যখন তাঁদেরই সন্তানরা প্রেমে পরবেন তখন মনের ভিতর জাগবে এক অন্য অনুভূতি। ধীরে ধীরে নিজেরা উপলব্ধি করবেন প্রেমের কাছে সবই যেন তুচ্ছ। ভালবাসার পথে যতই সমস্যা আসুক না কেন নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা যায়। হাসি-মজায় ভরপুর এই ছবি যেন ভালবাসার পাঠও পড়াবে।

সিনেমার এই চারটি চরিত্রের নাম সম্রাট, অভিমুণ্য, অর্চনা ও পূজা। তাঁদের জীবনেই প্রেম নিয়ে তৈরি হয় জটিলতা। অভিমন্যুর বড় বোন পূজাকে ভালবাসে সম্রাট আর সম্রাটের বোন অর্চনাকে ভালবাসে অভিমুন্য। কী ভাবে এগবে তাঁদেরহ গল্প? তা জানতে ঈদ পর্যন্ত তো একটু অপেক্ষা করতেই হবে। 

Srabanti Chatterjee Bengali Cinema Bengali Actor Bengali Actress Bengali Film Om Sahani Bonny Sengupta Koushani Mukherjee Bengali Film Industry