90's Best TV series: শক্তিমান থেকে সা রে গা মা পা, আর কোন হিট সিরিয়াল-শো আজও মিস করে নয়ের দশকের ছেলেমেয়েরা?

Best Indian TV series: হাম পাঁচ থেকে শুরু করে দেখ ভাই দেখ, শক্তিমান, শান্তি সহ একাধিক ধারাবাহিক দেখার জন্য বাড়ির বড়রা হাতের কাজ শেষ করে ঘড়ির কাঁটা ধরে টেলিভিশনের পর্দায় চোখ রাখতেন। আর ছোটরাও সেই সব সিরিয়ালের প্রতি ভীষই আসক্ত ছিল। এক ক্লিকে দেখে নিন সেই তালিকা।

Best Indian TV series: হাম পাঁচ থেকে শুরু করে দেখ ভাই দেখ, শক্তিমান, শান্তি সহ একাধিক ধারাবাহিক দেখার জন্য বাড়ির বড়রা হাতের কাজ শেষ করে ঘড়ির কাঁটা ধরে টেলিভিশনের পর্দায় চোখ রাখতেন। আর ছোটরাও সেই সব সিরিয়ালের প্রতি ভীষই আসক্ত ছিল। এক ক্লিকে দেখে নিন সেই তালিকা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
এই হিট শোগুলো মিস করে নয়ের দশকের ছেলেমেয়েরা

এই হিট শোগুলো মিস করে নয়ের দশকের ছেলেমেয়েরা

90's TV series: নয়ের দশকে ওটিটি-র কোনও অস্তিত্বই ছিল না। সিনেমা মুক্তি পেলে দর্শক হলমুখী হত। তবে সেই সময়কার বেশ কিছু পপুলার টিভি সিরিজ অর্থাৎ সিরিয়াল ছিল যা আজও দর্শক মিস করে। এমন কিছু 'কাল্ট' মেগা যা দেখে ছোট থেকে বড় হয়েছে নয়ের দশকের ছেলেমেয়েরা। সেই তালিকায় রয়েছে হাম পাঁচ থেকে শুরু করে দেখ ভাই দেখ, শক্তিমান, শান্তি সহ একাধিক ধারাবাহিক। বাড়ির বড়রা হাতের কাজ শেষ করে ঘড়ির কাঁটা ধরে টেলিভিশনের পর্দায় চোখ রাখতেন। আর ছোটরাও সেই সব সিরিয়ালের প্রতি ভীষই আসক্ত ছিল। বর্তমান প্রজন্ম তো মুঠোফোনে সিনেমা-সিরিজে মজে থাকে। কিন্তু, নয়ের দশকের ছেলেমেয়েদের কাছে, 'ওল্ড ইজ গোল্ড'।

Advertisment

প্রথমে আসা যাক হাম পাঁচের কথায়। কমেডিতে বরপুর এই সিরিয়াল দর্শকমহলে ছিল দারুণ জনপ্রিয়। যা আজও নয়ের দশকের ছেলেমেয়ারা বড্ড মিস করে। ১৯৯৫ থেকে ২০০৬ পর্যন্ত চলেছিল এই মেগা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অশোক শরফ, সোমা আনন্দ ও প্রিয়া তেন্ডুলকর। আরও একটি কমেডি ঘরানার মেগা দেখ ভাই দেখ। পারিবারিক এই সিরিয়ালটি শুরু হয়েছিল ১৯৯৩ সালে আর শেষ হয় ১৯৯৪-তে। মাত্র এক বছরের সময়সীমায় দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল। নয়ের দশকের অত্যন্ত প্রিয় মালগুড়ি ডেজ। এই টিভি সিরিজটি আজও দর্শকের হৃদয়ে গেঁথে রয়েছে। 

বর্তমান প্রজন্মের মধ্যে যেমন রিয়্যালিটি শো নিয়ে ব্যাপক উৎসাহ নয়ের দশকের জনপ্রিয় শো ছিল সা রে গা মা পা। বিচারকের আসনে ছিলেন শান, অলকা ইয়াগনিক ও শ্রেয়া ঘোষাল। ঘড়ির কাঁটার নির্দিষ্ট সময়ে টেলিভিশনের সামনে সকলে যেন প্রকার জড়ো হতেন। নয়ের দশকের ছেলেমেয়েদের কাছে এই গানের অনুষ্ঠানের মাহাত্মটাই ছিল আলাদা। সেই সময়কার আরও একটি জনপ্রিয় গানের অনুষ্ঠান ছিল রঙ্গোলি। ট্রেন্ডিং সিনেমা ও পুরনো দিনের ছবির গান দেখান হত রঙ্গোলিতে। শো সঞ্চালনা করতেন অভিনেত্রী শ্বেতা ভাস্কর সহ বলিউডের প্রথম সারির একাধিক অভিনেত্রী। হেমা মালিনী থেকে শর্মিলা ঠাকুর, প্রাচী দেশাই সহ অনেকেই। পুরোন আর নতুন গানের এক সুন্দর সমাপতন ঘটত এই শোয়ে। 

নয়ের দশকের আরও এমন কিছু জনপ্রিয় মেগা ছিল যার জৌলুস আজও ফিকে হয়নি দর্শকমহলে। সেই তালিকায় রয়েছে মন্দিরা বেদি অভিনীত শান্তি। তাঁর স্টাইলেই টিপ পরত নয়ের দশকের ছেলেমেয়েরা। এছাড়াও রয়েছে সাস, শক্তিমান, ইয়েস বস, তারা-র মতো তৎকালীন পপুলার মেগা। 

Advertisment

আরও পড়ুন ম্যাটিনি ম্যাজিক! রবিবাসরীয় দুপুরে দেখে ফেলুন উত্তম-সুচিত্রার এই ৫ টি প্রেমের ছবি

hindi serial TV channels TV Actor TV Actres