Advertisment

জয়ললিতার বায়োপিকে গুরুত্বপূর্ণ চরিত্রে ভাগ্যশ্রী

ছবির মুক্তি পিছিয়ে গেলেও বলিউড ফ্যানেদের জন্য রয়েছে একটি সুখবর। জয়ললিতার বায়োপিক থালাইভি-তে অরবিন্দ স্বামী ছাড়াও দেখা যাবে ভাগ্যশ্রীকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bhagyashree to play a key role in Jayalalithaa biopic Thalaivi

ভাগ্যশ্রী ও কঙ্গনার 'থালাইভি' লুকের ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

প্রথম ছবিতেই সবার মন জয় করেছিলেন 'ম্যায়নে প্যার কিয়া'-নায়িকা ভাগ্যশ্রী। সম্প্রতি জানা গিয়েছে, কঙ্গনা রানাউত অভিনীত 'থালাইভি'-তে তাঁকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। দক্ষিণের সুপারস্টার ও তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতা-র জীবন অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি।

Advertisment

এই ছবিতে তাঁর চরিত্রটি নিয়ে ভাগ্যশ্রী জানান, ''আমি ছবিতে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছি, যে চরিত্রটি থালাইভি-র জীবনের মোড় ঘুরিয়ে দেয় বলা যায়। কঙ্গনা ও আমার অনেকগুলো সিন রয়েছে একসঙ্গে। আমাদের অন-স্ক্রিন কেমিস্ট্রিটা পুরো টিমেরই খুব ভাল লেগেছে। ওর সঙ্গে কাজ করে খুব ভাল লেগেছে কারণ কঙ্গনা চমৎকার একজন শিল্পী। ও নিজের পারফরম্যান্সের উপর প্রচণ্ড জোর দেয়। অনেক দিন পরে আবার শুটিংয়ের সেটে ফিরতে পেরেও খুব ভাল লাগছে আমার। ২০০৬ সালে, কঙ্গনা যখন প্রথম ওর কেরিয়ার শুরু করে, তখন ওর সঙ্গে প্রথম আলাপ। 'থালাইভি'-র সেটেও কঙ্গনার থেকে এত সম্মান পেয়েছি কী বলব।''

আরও পড়ুন: অনলাইনে গুলাবো সিতাবো-র রিলিজ ঘিরে বিতর্ক, সুর চড়াল সিনেমাহল কর্তৃপক্ষ

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবির ফার্স্ট লুক যা দেখে নিতে পারেন নীচের লিঙ্কে ক্লিক করে--

এই ছবিতে জয়ললিতার ভূমিকায় যেমন রয়েছেন কঙ্গনা রানাউত, তেমনই জয়ললিতার রাজনৈতিক গুরু এবং কিংবদন্তি তারকা এমজিআর-এর ভূমিকায় রয়েছেন অরবিন্দ স্বামী। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২৬ জুন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই ছবি কবে মুক্তি পাবে তা জানা নেই। হয়তো বছরের শেষের দিক পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood Kangana Ranaut
Advertisment