/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/lead-76.jpg)
মুক্তি পেল সলমান-ক্যাটরিনা অভিনীত 'ভারত'।
ঈদের বক্সঅফিস প্রায় ভাইজানের দখলে। আলি আব্বাস জাফরের পরিচালনায় এই ছবি এখনও পর্যন্ত সলমন খানের ঈদের সবথেকে বড় ওপেনিং। প্রথম দিনেই ৪২.৩০ কোটি টাকা আয় করে সমস্ত রেকর্ড ভেঙেছে 'ভারত'। যদিও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। সলমনের ফ্যান বেস নিয়ে কোনও সন্দেহ নেই, ছবিতে সলমনের চরিত্রের প্রায় ৭০ বছর দেখানো হয়েছে।
সলমনের এই ছবিতে রয়েছে ক্যাটরিনা কাইফ, জ্যাকি শ্রফ, সুনীল গ্রোভার, দিশা পাটানির মতো অভিনেতারা। প্রথমেই আইসিসি ওয়ার্ল্ড কাপের কারণে ছবির ব্যবসায় ঘাতটি হয়েছে খানিকটা। কিন্তু তাতেও এই ছবির আয়ের রেকর্ড থামানো যায়নি। দ্বিতীয় দিনে ৩১ কোটি টাকা ব্যবসা করেছে 'ভারত'। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইচ করে জানিয়েছেন একথা।
#Bharat puts up a big total on Day 2
#Eid holiday>... Plexes saw normal decline, while single screens held fort... Saw excellent occupancy in evening/night shows... Overall, 2-day total is superb... Wed 42.30 cr, Thu 31 cr. Total: ₹ 73.30 cr. India biz. — taran adarsh (@taran_adarsh) June 7, 2019
আরও পড়ুন, অনলাইনে ফাঁস হয়ে গেল সলমন খানের ‘ভারত’
ছবিতে নিজের অভিনয়ের মান বৃদ্ধি নিয়ে ক্যাটরিনা কাইফ ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে বলেন, ''এটা ভীষণ ভাল খবর। যে কোনও মানুষের জীবনে এগিয়ে যাওয়াটা স্বাভাবিক ছন্দ। নিজেকে কোনও না কোনওভাবে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। নিউ ইয়র্ক, নমস্তে লন্ডন, রাজনীতি মতো ছবি করার পর আমি জিরো এবং ভারতের মতো আলাদা ধরনের ছবিতেও অভিনয় করছি। আমি খুশি যে নিজের পেশার প্রতি সম্মানটা রাখতে পারছি।''
Read the full story in English
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us