৩৭০ ধারা বাতিল! প্রধানমন্ত্রীকে কী বললেন এই কাশ্মীরি অভিনেতা?

চারিদিকের এই আশান্ত পরিস্থিতিতে কাশ্মীরের বিশেষ অধিকার বিলোপ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বাংলার এই অভিনেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীকে কী বললেন তিনি?

author-image
IE Bangla Web Desk
New Update
bharat kaul

ভরত কল। ফোটো- ফেসবুক

সোমবার এক ঐতিহাসকি দিনের সাক্ষী থেকেছে ভারত।শেষপর্যন্ত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পথেই এগিয়েছে মোদী সরকার। প্রত্যাহার করেছে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা।এমনকি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাবও দেওয়া হয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখকে। দেশ জুড়ে তোলপাড়ের মধ্যেই গ্রেফতার করা হয়েছে মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাকে।

Advertisment

চারিদিকের এই আশান্ত পরিস্থিতিতে কাশ্মীরের বিশেষ অধিকার বিলোপ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বাংলার এই অভিনেতা।ভরত কল সোশাল মিডিয়ায় তিনি লিখলেন, ''আজ হঠাত্ মনে পড়ছে আমি একজন কাশ্মীরি পণ্ডিত। চারিদিক থেকে শুভেচ্ছাবার্তা আসছে। যে নিজের জন্মস্থানকে ভুলে গিয়েছিল, কেবলমা্ত্র নিজের মানুষগুলোকে দেখতে কাশ্মীরে যেত। জম্মুতে যে নিজের লোকেদের মৃত্যু দেখেছে। সেখানে ৩৭০ ধারা আর নেই।''

''প্রথমবার অফিসিয়ালি ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই সাহসী পদক্ষেপের জন্য। আমি আমার সন্তানের জন্য কোনো আলাদা রাজ্য চাই না, বললেন ভরত কল।

Advertisment

আরও পড়ুন, ”আমি শান্তি চাই, কাশ্মীর থেকে অশান্তির বাতাবরণ দূর হোক”

সোমবার পরিচালক সুদেষ্ণা রায়ও মন্তব্য করেছিলেন কাশ্মীরের পরিস্থিতি নিয়ে। তিনি বলেছিলেন, ''এখনই বলা যাচ্ছে না ৩৭০ ধারা বিলোপের পরে কাশ্মীরের পরিস্থিতি কতটা বদলে যাবে। তবে আমি শান্তি চাই, কাশ্মীরে যেন অশান্তির বাতাবরণ না থাকে সেটাই কামনা।''

tollywood jammu and kashmir Bengali Cinema Article 370