/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/tabu-759.jpg)
ফের সলমন খানের সঙ্গে দেখা যাবে তব্বুকে।
শেষবার তাঁদের একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল জয় হো ছবিতে। ৪ বছর বাদে আবারও সলমন খানের সঙ্গে দেখা যাবে তব্বুকে, সৌজন্যে ভারত। আলি আব্বাস জাফরের পরের ছবি ভারতে দেখা যাবে তব্বুকে। একথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন স্বয়ং পরিচালক। ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ছবি ‘ওড টু মাই ফাদার’-এর অনুপ্রেরণায় তৈরি হচ্ছে এ ছবি। ভারত ছবির সৌজন্যে যেমন ৪ বছর পর সলমনের সঙ্গে দেখা যাবে তব্বুকে, তেমনই, বহুদিন বাদে আবারও সল্লুভাইয়ের সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। এ ছবিতে তব্বু, প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি দেখা যাবে দিশা পটনিকেও।
Finally it’s happening , so excited to work with you :) lots of love @tublb :) @Bharat_TheFilm@BeingSalmanKhan@priyankachopra@DishPatani@WhoSunilGroverpic.twitter.com/k1jNvRqglK
— ali abbas zafar (@aliabbaszafar) May 22, 2018
ভারত ছবির হাত ধরে এক সাধারণ মানুষের জীবনকাহিনি তুলে ধরবেন পরিচালক। পাঞ্জাব, দিল্লির পাশাপাশি আবু ধাবি এবং স্পেনেও এ ছবির শ্যুটিং করা হবে বলে জানানো হয়েছে। সব ঠিক থাকলে, পরের বছর ইদে এ ছবি মুক্তি পাবে।
আরও পড়ুন, এবারও ঈদে সল্লুভাই; মুক্তি পেল রেস থ্রি ছবির ট্রেলার
ভারত ছবির প্রথম গানের রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে বলে গতকালই জানিয়েছেন আলি আব্বাস জাফর। এ ছবির সংগীত পরিচালনার ভার বিশাল-শেখরের হাতে। ছবির গান লিখেছেন ইরশাদ কামিল। সুলতান ও টাইগার জিন্দা হ্যায়ের পর ভারতের হাত ধরে তৃতীয়বার একসঙ্গে কাজে নেমেছেন বিশাল-শেখর, কামিল ও আলি আব্বাস জাফর।