scorecardresearch

‘এই ওদের জল দাও…,’ প্রচণ্ড গরমে অপেক্ষারতদের মসিহা হয়ে উঠলেন ভারতী

কমেডির সঙ্গে সঙ্গে মানুষের পাশে দাঁড়ালেন ভারতী…

bharati singh, kapil sharma, bharati singh comedy offers water
মানবিক ভারতী

কমেডিয়ান ভারতী সিংয়ের সেন্স অফ হিউমারের তুলনা হয় না। তিনি যেমন শুটিং ফ্লোরে মজা করেন, তেমনই পাপারাজ্জিদের সঙ্গে নিদারুণ সম্পর্ক রয়েছে তাঁর। কখনও গম্ভীর মুখে দাঁড়াতে দেখে নি কেউ তাঁকে। এবার,  প্রচণ্ড গরমে আবার একবার মানবতার পরিচয় দিলেন তিনি।

শুটিংয়ে যাওয়ার আগে হোক অথবা বিমানবন্দর থেকে নেমে, ভারতী সবসময় মজা করেন সকলের সঙ্গে। তাঁদের জন্য দাঁড়িয়ে থাকেন অনুরাগীরা। খারাপ কথা বলা তো দূর, বরং এড়িয়ে চলে যেতেও কেউ দেখেন নি তাঁকে। গরমে দাঁড়িয়ে রয়েছেন অনুরাগীরা এবং প্যাপসরা। মানবিক ভারতী যা করলেন?

আরও পড়ুন [ বাড়িতে পড়ে গিয়ে জোরালো চোট! কর্তব্যের খাতিরে বসে বসেই শুটিং করছেন রচনা ]

তৈরি হয়ে নীচে নামতেই দেখলেন এই গরমে অপেক্ষা করছেন সকলে। তাই তো, তিনি অ্যাসিস্টেন্টকে উদ্দেশ্য করে বললেন… “এই এত গরম, ওদেরকে জল দাও। আর ওখানে আরও বেশি করে, জলের আয়োজন রাখো।” আর ভারতীর এই মানবতার খাতিরে সকলেই কুর্নিশ জানাচ্ছেন তাঁকে। কেউ কেউ তাঁকে দয়ালু বলেও উল্লেখ করলেন।

এমনিও কমেডির জগতে ভারতী সকলের বেশ প্রিয়। তাঁর কথাও উপভোগ করেন অনেকেই। ছেলে গোলাও বেশ জনপ্রিয়। কিন্তু, এই ঘটনার পর ভারতীর গুন গাইছেন সকলে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Bharati singh offers water during summer hit wave