Bharti Singh - Mahakumbh: 'অজ্ঞান হয়ে মরতে যাব ওখানে?' মহাকুম্ভ নিয়ে আতঙ্কিত ভারতী, বিঁধলেন যোগী সরকারকে?

Bharti Singh News: এবার এক বলিউড কৌতুক অভিনেতার কাছ থেকেই শোনা গেল ভিন্ন কিছু কথা। মহা কুম্ভে যাওয়ার নাম শুনেই এমন ভয়ঙ্কর কিছু বলে বসবেন, যেন ভাবনার অতীত। সেই অভিনেত্রী বড়ই ঠোঁটকাটা।

Bharti Singh News: এবার এক বলিউড কৌতুক অভিনেতার কাছ থেকেই শোনা গেল ভিন্ন কিছু কথা। মহা কুম্ভে যাওয়ার নাম শুনেই এমন ভয়ঙ্কর কিছু বলে বসবেন, যেন ভাবনার অতীত। সেই অভিনেত্রী বড়ই ঠোঁটকাটা।

author-image
Anurupa Chakraborty
New Update
Bharti Singh shared that she has not taken a flight since the Air India crash in Ahmedabad

Bharti-Maha kumbh: ভয়ে সেখানে যেতে চাইছেন না তিনি? Photograph: (Instagram)

Bharti on Maha Kumbh: একের পর এক তারকারা মহা কুম্ভে যাচ্ছেন নিজেদের পূণ্য অর্জন করতে। সেখানে গিয়ে তাঁরা যেমন প্রার্থনা করছেন তেমনই দেখা যাচ্ছে, কেউ তর্পণ করছেন আবার কেউ কেউ ডুব লাগাচ্ছেন। বলিউড তারকারা তো বটেই টলিউড থেকেও সেখানে গিয়েছেন অনেকেই। কেউ কেউ স্ত্রীকে নিয়ে গিয়েছেন আবার কেউ কেউ গিয়েছেন একা।

Advertisment

তবে, এবার এক বলিউড কৌতুক অভিনেতার কাছ থেকেই শোনা গেল ভিন্ন কিছু কথা। মহা কুম্ভে যাওয়ার নাম শুনেই এমন ভয়ঙ্কর কিছু বলে বসবেন, যেন ভাবনার অতীত। সেই অভিনেত্রী বড়ই ঠোঁটকাটা। যেটা মনে আসে সেটাই মুখে বলে বসেন তিনি। তবে, এবার তাঁকে দেখা গেল এমন একটি ধর্মীয় স্থান নিয়েও সহজেই নিজের ভয়ের কথা বলে দিলেন। প্রসঙ্গে ভারতী সিং। তিনি তাঁর কমেডির মাধ্যমে সকলের মন জয় করলেও এবার রোষানলে। কারণ, মহা কুম্ভে যাওয়া প্রসঙ্গে আতঙ্কের কথা শুনিয়েছেন।

আরও পড়ুন  -  Jeetu-Ditipriya: জীতু-দিতিপ্রিয়ার ভালবাসায় বয়স কোনও বাধা? অসমবয়সী প্রেমের গল্পে এবার 'চিরদিনই তুমি যে আমার'

Advertisment

একথা, অস্বীকার করার নয় যে শেষ কিছুদিন প্রয়াগরাজে কুম্ভ ঘিরে বেশ কিছু সমস্যা এবং বিপদ ঘটে গিয়েছে। কখনও পদপিষ্ট ঘটনা, আবার কখনও আগুন লাগার ঘটনা। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সেসব বিষয়ে আতঙ্কিত অভিনেত্রী। তাই তো যেই তাঁকে জিজ্ঞেস করা হল যে কেন মহা কুম্ভতে গেলেন না তিনি? তখনই সাফ উত্তর দিলেন...

"কেন? অজ্ঞান হয়ে মরার জন্য? নাকি হারিয়ে যাওয়ার জন্য? না ভাই, আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার। কিন্তু, প্রতিদিন এমন সব খবর আসছে, যে আমি চেয়েও সেই ইচ্ছে দেখাতে পারছি না। রীতিমতো ভয় লাগছে। আর আমার ছেলেকে নিয়ে যেতে হবে। সেখানে ওর যদি কিছু হয়ে যায়, তাই আমি এই ভাবনা এবারের মত ত্যাগ করেছি।" এটুকু বাচ্চাকে নিয়ে সেখানে যাওয়া এবং ভয় পাওয়ার সম্ভাবনা এক মায়ের কাছে নিতান্তই স্বাভাবিক।

যদিও, তাঁর এই মন্তব্যের পর অনেকেই রাগ দেখিয়েছেন। কেউ বলেছেন, এদের জন্যই সনাতনদের কিছু হওয়ার নেই। আবার কেউ বলছেন, এহেন ধারণা রাখলে তো কোথাও গিয়েই কোনও লাভ হবে না। আবার কারওর কথায়, নিজের ধারণা বদলান, নইলে সব জায়গাতেই মুশকিল হবে।

Bharti Singh Maha Kumbh 2025 Maha Kumbh Maha Kumbh Mela 2025