Jeetu-Ditipriya: জীতু-দিতিপ্রিয়ার ভালবাসায় বয়স কোনও বাধা? অসমবয়সী প্রেমের গল্পে এবার 'চিরদিনই তুমি যে আমার'

Chirodini Tumi Je Amar: অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে জীতু-দিতিপ্রিয়ার আপকামিং মেগার প্রোমো। বরফের মাঝে দুজনের অন স্ক্রিন কেমেস্ট্রির ঝলকে দিল খুশ দর্শকের।

author-image
Kasturi Kundu
New Update
Chirodini Tumi Je Amar: অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে জীতু-দিতিপ্রিয়ার আপকামিং মেগার প্রোমো। বরফের মাঝে দুজনের অন স্ক্রিন কেমেস্ট্রির ঝলকে দিল খুশ দর্শকের।

'চিরদিনই তুমি যে আমার'-এ জীতু-দিতিপ্রিয়া

Jeetu-Ditipriya Serial: বাংলা মেগার দর্শকের মনে বারবারই দাগ কেটে যায় অসম প্রেমের গল্প। প্রেমের সপ্তাহের শুরুতেই মেগার দর্শককের জন্য আরও এক সারপ্রাইজ। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে জীতু-দিতিপ্রিয়ার আপকামিং ধারাবাহিকের প্রোমো। ভালবাসার মরশুমে পাহাড়ের কোলে এক অসম প্রেমকাহিনি বলতে আসছে জীতু-দিতিপ্রিয়ার 'চিরদিনই তুমি যে আমার'।

Advertisment

ভালবাসা সত্যি হলে, বয়স কোনও বাধা হতে পারে? সেই উত্তরের অপেক্ষায় মেগার দর্শক। ছটফটে প্রাণচঞ্চল দিতিপ্রিয়ার ছোট ছোট স্বপ্নগুলোই পূরণ করবেন জীতু। বরফের মাঝে বরফের গোলা খাওয়ার স্বপ্নপূরণ করতে দিতিপ্রিয়াকে নিয়ে হেলিকপ্টারে কাশ্মীর পারি দিতেই অসমবয়সী দুটি হৃদয় যেন অজান্তেই মিলেমিশে একাকার!

Advertisment

প্রেমের সপ্তাহে এর চেয়ে ভাল বাংলা সিরিয়ালের দর্শকের কাছে সেরা উপহার আর কী হতে পারে? 'রানিমা' হিসেবে টেলিভিশনের দর্শক দিতিপ্রিয়াকে যেমন দেখেছিল 'চিরদিনই তুমি যে আমার'-এ একেবারে অন্য রূপে হাজির। অন্যদিকে এই ধারাবাহিকে জীতুও যেন একটু বেশিই রোম্যান্টিক!

গল্প যখন অসম প্রেমের তখন দর্শক জীতু-দিতিপ্রিয়ার রোম্যান্সে যেমন মজবে তেমনই আবার দেখবে বয়স কী ভাবে মানুষকে সাবধানী বানিয়ে ভালবাসাকে যত্ন করে আগলে রাখে। আনকোরা জুটির নতুন প্রেমকাহিনির অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষারত মেগার দর্শক।

'চিরদিনই তুমি যে আমার'-এর অনেকটা অংশেরই শুটিং হয়েছে কাশ্মীরে। ৭ ফেব্রুয়ারি 'রোজ ডে'-তে প্রোমো দেখেই দিল সুখ দর্শকের। বহুদিন পর ছোট পর্দায় দিতিপ্রিয়ার কামব্যাকে খুশি তাঁর অনুরাগীরা। একই কথা প্রযোজ্য জীতুর ক্ষেত্রেও। সিনেমাতেই মন দিয়েছিলেন অভিনেতা। বেশ কিছু ছবি এখন মুক্তির অপেক্ষায়। তার মাঝেই টিভিতে গ্র্যান্ড কামব্যাক। কবে থেকে এই নতুন ধারাবাহিকের সম্প্রচার সেই দিনক্ষণ এখনও চ্যানেল কতৃপক্ষের তরফে ঘোষণা করা হয়নি। 

প্রসঙ্গত, ছোট পর্দায় কামব্যাক নিয়ে জীতু ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে বলেছিলেন, 'আমার কাছে পর্দা কোনও ব্যাপার নয়। আমি সব মিথ ভাঙতে চাই। আমার কাছে চরিত্র, কাজের পরিবেশ এই জিনিসগুলোই বরাবর গুরুত্ব পায়। যা আমাকে কাজ করে তৃপ্তি দেয়। থিয়েটার, সিরিয়াল সিনেমার যাই হোক না কেন। ছোট পর্দা, মেজ পর্দা বড় পর্দা কোনওটাই ম্যাটার করে না।'

Bengali Serial Bengali Actor Bengali Actress Bengali News Jeetu Kamal Ditipriya Roy Bengali serial TRP