Bharti Singh: ভীষণ অসুস্থ ভারতী সিং, চলছে চেক-আপ, ভয়ে মূর্ছা যাচ্ছেন কমেডিয়ান...

সম্প্রতি ভ্লগে ভারতী জানিয়েছেন, ব্যাঙ্কক থেকে ফেরার পর থেকে কয়েকদিন ধরেই তাঁর জ্বর হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অভিনেত্রীর রক্ত পরীক্ষা করানো হয়, তারপর...

সম্প্রতি ভ্লগে ভারতী জানিয়েছেন, ব্যাঙ্কক থেকে ফেরার পর থেকে কয়েকদিন ধরেই তাঁর জ্বর হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অভিনেত্রীর রক্ত পরীক্ষা করানো হয়, তারপর...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bharti Singh shared that she has not taken a flight since the Air India crash in Ahmedabad

হঠাৎ কী হল তাঁর? Photograph: (Instagram)

Bharti Singh Health Issue: কৌতুক অভিনেত্রী ভারতী সিং, যিনি বর্তমানে লাফটার শেফ সিজন ২-এর সঞ্চালক, তাঁর দুটি ইউটিউব চ্যানেল রয়েছে। ভারতী তার ভ্লগগুলির মাধ্যমে ভক্তদের সঙ্গে প্রতিদিনের গল্প শেয়ার করেন। সর্বশেষ ভিডিওতে, তাকে তার স্বাস্থ্য সম্পর্কে একটি আপডেট ভাগ করে নিতে দেখা গেছে। সম্প্রতি ভ্লগে ভারতী জানিয়েছেন, ব্যাঙ্কক থেকে ফেরার পর থেকে কয়েকদিন ধরেই তাঁর জ্বর হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অভিনেত্রীর রক্ত পরীক্ষা করানো হয়, কিন্তু যা পরিস্থিতি... 

Advertisment

নিজের শারীরিক অবস্থা নিয়ে ভারতী বলেন, 'হর্ষ আমার রক্ত পরীক্ষার জন্য একজনকে ফোন করেছে, কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো লাগছে না। ব্যাংকক থেকে ফেরার পর থেকেই আমার খুব অলস লাগছে। তাই আমরা শুধু রক্ত পরীক্ষা করে দেখছি কিছু আছে কিনা। এসব নিয়ে আমি খুব ভয় পেয়ে যাই।" পরেই অভিনেত্রীর রক্ত পরীক্ষায় কী এসেছে, সেই প্রসঙ্গে তিনি জানান। এমনকি, এও অনেকেই জানেন যখন তিনি মা হয়েছিলেন শরীরে বিন্দুমাত্র কোনও সমস্যা ছিল না তাঁর। প্রেগ্নেন্সির ৮মাসের ও বেশি কাজ করেছেন তিনি। কিন্তু এবার ভয় পেয়ে গিয়েছেন। 

Actor Passed Away: বন্ধু অভিনেতার হঠাৎ মৃত্যু, মন থেকে মানতেই পারছেন…

রক্ত পরীক্ষার পর ভারতী সিং বলেন, 'রক্ত পরীক্ষার জন্য সকাল থেকে কাঁদছি। শিগগিরই ফুল বডি চেকআপ হবে, তবে সিরিঞ্জ নিয়ে খুব ভয় পাচ্ছি। আজকাল, আপনার স্বাস্থ্য পরীক্ষা করা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি জানতে পারছি যে কিছু না কিছু মানুষের সাথে ঘটছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে, আপনারা নিজেদের জীবনযাত্রাকে উন্নত করুন। আমারটা নিয়েও আমি অনেক কাজ করছি।

Advertisment

ভারতী এমনকি তার সর্বশেষ বিমানযাত্রার অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেছিলেন। বর্তমানে মুম্বাইয়ের যা পরিস্থিতি, যে হারে বৃষ্টি হয়ে চলেছে সেখানে, প্লেন জার্নি অনেকের জন্যই ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে এসেছে। ভারতী বলেন, "এর আগে, আমি কখনই ভয় পেতাম না। আমি আমেরিকা, কানাডা ভ্রমণ করেছি এবং দীর্ঘসময়ের ফ্লাইট নিয়ে কখনও বিরক্ত হইনি। তবে এই চার ঘন্টার ফ্লাইট আমাকে ভয় ধরিয়ে দিয়েছে। এখন বর্ষার সময় শো করা বন্ধ করে দিয়েছি। গোলার জন্মের পর থেকেই আমি খুব ভয় পাই, কেন জানি না।" 

bollywood Bharti Singh bollywood actress