Actor Passed Away: বন্ধু অভিনেতার হঠাৎ মৃত্যু, মন থেকে মানতেই পারছেন না মেগাস্টার রজনীকান্ত

সময়ের সাথে সাথে, তিনি পার্শ্ব চরিত্রে স্থানান্তরিত হন। প্রজন্মের পর প্রজন্ম ধরে শীর্ষস্থানীয় অভিনেতাদের সঙ্গে পর্দায় জায়গা ভাগ করে নেন। অভিনেতা বেশ কয়েকটি টেলিভিশন শোতেও হাজির হয়েছিলেন।

সময়ের সাথে সাথে, তিনি পার্শ্ব চরিত্রে স্থানান্তরিত হন। প্রজন্মের পর প্রজন্ম ধরে শীর্ষস্থানীয় অভিনেতাদের সঙ্গে পর্দায় জায়গা ভাগ করে নেন। অভিনেতা বেশ কয়েকটি টেলিভিশন শোতেও হাজির হয়েছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Tamil actor rajesh passed away Rajinikanth mourns

চলে গেলেন অভিনেতা... Photograph: ( ফাইল)

Actor Passed Away: পাঁচ দশকের দীর্ঘ ক্যারিয়ারে দেড় শতাধিক মালয়ালম, তামিল ও তেলেগু ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। রাজেশ বৃহস্পতিবার চেন্নাইয়ে মারা গেছেন। রাজেশ, কে বালাচন্দ্রের আভাল ওরু থোদারকথাই (১৯৭৪) সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেন। 

Advertisment

Entertainment News: জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুকান্ডে নাম জড়ায়, প্রিয় বন্ধ…

তিনি কান্নি পারুভাথিলে, আচামিল্লাই আচামিল্লাই, আন্ধা ৭ নাটকাল এবং পায়ানাঙ্গাল মুদিভাধিল্লাই, এর মতো সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। সময়ের সাথে সাথে, তিনি পার্শ্ব চরিত্রে স্থানান্তরিত হন। প্রজন্মের পর প্রজন্ম ধরে শীর্ষস্থানীয় অভিনেতাদের সঙ্গে পর্দায় জায়গা ভাগ করে নেন। অভিনেতা বেশ কয়েকটি টেলিভিশন শোতেও হাজির হয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি রাজেশ ছিলেন লেখক ও ডাবিং শিল্পী।

Advertisment

তার বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। রাজেশ রাজনীতি এবং রিয়েল এস্টেট ব্যবসায়ও সক্রিয় ছিলেন। গত দু'বছর ধরে তিনি তামিলনাড়ু সরকার সমর্থিত এমজিআর ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

Bangladesh Actor Elephant Attack: ভারত সীমান্তে শুটিং করতে গিয়েই হা…

তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বড় বড় সুপারস্টাররা। তাঁরা সকলেই সমাজ মাধ্যমে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর মধ্যে রয়েছেন খোদ মেগাস্টার রজনীকান্ত ( Rajinikanth )। অভিনেতা রজনীকান্ত এক্স-কে শেয়ার করেছেন, "আমার ঘনিষ্ঠ বন্ধু, অভিনেতা রাজেশের অকাল মৃত্যুর খবর আমাকে হতবাক করে দিয়েছে। এটা অপরিসীম দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছি। তিনি একজন চমৎকার মানুষ ছিলেন। তার আত্মা শান্তিতে থাকুক। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা।" 

 অভিনেত্রী রাদিকা শরৎকুমার এক্স-এ লিখেছেন, "রাজেশের অপ্রত্যাশিত মৃত্যুর খবর শুনে গভীরভাবে মর্মাহত এবং আকস্মিক। একসাথে অনেক সিনেমায় কাজ করেছি। সিনেমা এবং জীবন সম্পর্কে তাঁর বিস্তৃত জ্ঞানের প্রতি গভীর শ্রদ্ধা ছিল। পরিবার, বন্ধুবান্ধব এবং চলচ্চিত্র জগতের লোকেরা তাকে মিস করবে।" প্রযোজক জি ধনঞ্জয় এক্স-এ পোস্ট করেছেন, "অভিনেতা রাজেশ স্যারের মৃত্যুর খবর শুনে খুব দুঃখ পেয়েছি, তিনি একজন ভাল অভিনেতা এবং চলচ্চিত্র জগতের একজন সম্মানিত ব্যক্তি। পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। শান্তিতে ঘুমান স্যার।" 

rajinikanth Entertainment News Entertainment News Today actor death news