Bharti Singh: ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই আতঙ্কে! মৃত্যুভয় ঘিরে ধরেছে ভারতীকে? 'যদি কিছু হয়..'

নিজের পরিবারকে একটি স্বচ্ছল ও আরামদায়ক জীবন দিতে সক্ষম হয়েছেন। তবে সাফল্যের চূড়ায় পৌঁছেও তাঁকে এক ভয় চেপে ধরেছে। যেটি অদ্ভুত হলেও বেশ প্রাসঙ্গিক।

নিজের পরিবারকে একটি স্বচ্ছল ও আরামদায়ক জীবন দিতে সক্ষম হয়েছেন। তবে সাফল্যের চূড়ায় পৌঁছেও তাঁকে এক ভয় চেপে ধরেছে। যেটি অদ্ভুত হলেও বেশ প্রাসঙ্গিক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bharti Singh shared that she has not taken a flight since the Air India crash in Ahmedabad

কীসের এত ভয়? Photograph: (Instagram)

ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং অত্যন্ত দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন। কিন্তু প্রতিভা ও কঠোর পরিশ্রমের জোরে আজ তিনি নিজের পরিবারকে একটি স্বচ্ছল ও আরামদায়ক জীবন দিতে সক্ষম হয়েছেন। তবে সাফল্যের চূড়ায় পৌঁছেও তাঁকে এক ভয় চেপে ধরেছে। যেটি অদ্ভুত হলেও বেশ প্রাসঙ্গিক। 

Advertisment

সম্প্রতি ইউটিউবার রাজ শ্যামানির সঙ্গে কথোপকথনে ভারতী খোলাখুলি জানিয়েছেন, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ দুর্ঘটনার পর থেকে তিনি বিমানে চড়তে পারেন না। সেই দুর্ঘটনায় প্রায় ২৭০ জন মারা যান। ভারতীর দাবি, সেই ঘটনা তাঁকে ভীষণ মানসিকভাবে নাড়িয়ে দেয় এবং এরপর থেকে তিনি বিমানে ভ্রমণ এড়িয়ে চলেন।

তিনি বলেন, "আমার ছেলে হওয়ার পর থেকে আমি আরও ভীতু হয়ে গেছি। এখন ছোটখাটো যাত্রার কথা শুনলেই আতঙ্ক ঘিরে ধরে আমাকে। মনের মধ্যে কেমন একটা করতে থাকে যেন। বিমানে লোকজন যখন ভয়ে চিৎকার করে, সেটা আমার ভয়কে আরও বাড়িয়ে দেয়।" 

Advertisment

Actress Got Married: বিশেষ আচারে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী, ভাইরা…

ভারতী জানিয়েছেন, বর্ষার সময় তিনি অন্তত চার মাস কোনো অনুষ্ঠান করেন না, কারণ তাঁর মনে হয় এই সময় দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে। অর্থের প্রলোভন আসলেও তিনি কাজ নেন না। তাঁর কথায়, "তারা যত টাকা দিক, আমি না বলি। কারণ আমার কাছে পরিবারের নিরাপত্তা সবচেয়ে বড়।" 

স্বামী হর্ষ লিম্বাচিয়াও তাঁকে প্রায়ই বোঝান, দুর্ঘটনা যদি ঘটতেই হয় তবে তা বাড়িতেও ঘটতে পারে। কিন্তু ভারতীর মতে, "বাড়িতে কিছু হলে আমি সামলে নেব। কিন্তু আকাশে ভুল হলে তো কিছু করার নেই।" মজার ছলে তিনি এমন কথাও বলেছেন- "গাড়ি দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা খুব বেশি, কিন্তু, তাই বলে কি, গাড়ি বিক্রি করে ছোট একটা প্লেন কিনব?”

তবে পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকে ভারতী ইতিমধ্যেই এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ছুটির পরিকল্পনা নিয়ে বলেন, "আমাদের পুরো পরিবারকে ছুটিতে যেতে হবে। কিন্তু এবার আমি আলাদা দুটো ফ্লাইট বুক করেছি। কারণ যদি সবাই একই ফ্লাইটে যাই আর কিছু ঘটে, তবে অন্তত কাগজপত্রে সই করার জন্য একজন বেঁচে থাকবে।" 

Entertainment News Bharti Singh Entertainment News Today