Actress Got Married: বিশেষ আচারে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী, ভাইরাল ছবি

২০১২ সালে দেবলীনা ভট্টাচার্যের হাতে চরিত্রটি ছেড়ে দেওয়ার বহু বছর পর, জিয়া এবার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিলেন- বাস্তব জীবনে নববধূ হিসেবে।

২০১২ সালে দেবলীনা ভট্টাচার্যের হাতে চরিত্রটি ছেড়ে দেওয়ার বহু বছর পর, জিয়া এবার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিলেন- বাস্তব জীবনে নববধূ হিসেবে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Gia-Manek

কীভাবে বিয়ে করলেন অভিনেত্রী?

‘সাথ নিভানা সাথিয়া’-এর প্রিয় মুখ জিয়া মানেক, যাকে ভক্তরা ভালোবেসে 'ওজি গোপী বহু' নামে ডাকেন, জীবনের নতুন যাত্রা শুরু করলেন। আইকনিক এই চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করার পর, এবং ২০১২ সালে দেবলীনা ভট্টাচার্যের হাতে চরিত্রটি ছেড়ে দেওয়ার বহু বছর পর, জিয়া এবার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিলেন- বাস্তব জীবনে নববধূ হিসেবে।

Advertisment

অভিনেত্রী বৃহস্পতিবার অভিনেতা বরুণ জৈনের সঙ্গে বিয়ের খবর নিজের ইনস্টাগ্রামে ঘোষণা করেছেন। যৌথ পোস্টে তারা দু’জনের বিশেষ দিনের দুটি সুন্দর অকপট মুহূর্ত ভাগ করে নিয়েছেন।

Actor Health Update: স্বাস্থ্য সংকটে অভিনেতা? সুপারস্টারকে নিয়ে কী তথ্য…

Advertisment

বিয়েতে দু’জনেই ছিলেন সোনালি রঙের পোশাকে, সামঞ্জস্যপূর্ণ সাজে। জিয়ার সাদামাটা অথচ মার্জিত সোনালি শাড়ির সঙ্গে ঐতিহ্যবাহী গয়না, লাল-সোনার চুড়ি এবং খোঁপায় বাঁধা সুগন্ধি গজরা তাকে আরও উজ্জ্বল করে তুলেছে। বরুণও মানানসই হালকা সোনালি পোশাকে নববধূর সঙ্গে নিজেকে মেলে ধরেছেন। ছবিতে দেখা গেছে, বরুণ হাসিমুখে তার জীবনসঙ্গিনীকে আলিঙ্গন করছেন। এবং ভালোবাসার সেই মুহূর্ত ভক্তদের মন ছুঁয়ে গেছে।

Bengali Serial TRP: আবারও পরশুরামের জয়জয়কার, TRP-তে ছক্কা হাঁকাল রা…

তাঁরা বিয়ের খবর শেয়ার করে লিখছেন, "ঐশ্বরিক শক্তি ও আমাদের প্রভুদের কৃপায়, এবং চারপাশ থেকে আসা অফুরন্ত ভালোবাসায় আমরা এই চিরন্তন মিলনে একত্র হলাম। হাতে হাত রেখে, হৃদয়ে হৃদয় মিশিয়ে আজ নতুন পথচলা শুরু করলাম। আমরা দু’জন এতদিন বন্ধু ছিলাম, আজ থেকে আমরা স্বামী-স্ত্রী। এই দিনটিকে বিশেষ করে তোলার জন্য আমাদের সকল প্রিয়জনদের ভালোবাসা, আশীর্বাদ এবং শুভেচ্ছার প্রতি আমরা অন্তহীনভাবে কৃতজ্ঞ। মিস্টার ও মিসেস হিসেবে আমাদের জন্য অনেককিছু অপেক্ষা করছে।" তাঁরা ভুত শুদ্ধি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

ভূত শুদ্ধি বিবাহ কী?

ঈশা ফাউন্ডেশনের মাধ্যমে অনুষ্ঠিত বিয়ের জন্য জিয়া ও বরুণ বেছে নিয়েছিলেন একটি প্রাচীন যোগিক আচার- ভূত শুদ্ধি বিবাহ। ফাউন্ডেশনের মতে, এই বিশেষ আচার পাঁচটি মৌলিক উপাদান-পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ- এর শুদ্ধিকরণকে কেন্দ্র করে। বিশ্বাস করা হয়, এই প্রক্রিয়া দম্পতিকে এক গভীর মৌলিক স্তরে সংযুক্ত হতে সাহায্য করে। আগ্রহজনকভাবে, প্রকাশ্যে বিয়ের ঘোষণা দেওয়া সত্ত্বেও জিয়া ও বরুণ তাঁদের পোস্টের কমেন্ট সেকশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন, যাতে মুহূর্তটি ব্যক্তিগত থাকে।

Entertainment News Entertainment News Today