/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/bhavesh-759.jpg)
বলিউডের নতুন সুপারহিরো হর্ষবর্ধন কাপুর
তাঁর ডেবিউ মুভি মিরজিয়ার দীর্ঘ দুবছর বিরতির পর আবার পর্দায় ফিরছেন অনিল তনয় হর্ষবর্ধন কাপুর। ভবেশ যোশী সুপারহিরো নামক হর্ষবর্ধন কাপুরের এই দীর্ঘ প্রতীক্ষিত ছবিটির ট্রেলার অবশেষে মুক্তি পেল । প্রত্যাশামতই তিন মিনিটের এই ছোট ঝলক প্রশংসা কুড়োচ্ছে দর্শকদের।
ছবির ট্রেলারে দেখা যাচ্ছে অভিনেতা আশিষ বর্মা তাঁর দুই বন্ধু হর্ষবর্ধন কাপুর এবং প্রিয়াংশুকে তাঁর লেখা মুম্বইয়ের প্রথম সুপারহিরো গ্রাফিক নভেল নিয়ে আলোচনা করছেন। এরকমই একটি কমিক নোটে শুরু হয় ট্রেলারটি।
প্রথমে শাহরুখ খানের সুপারহিরো সিনেমা রা ওয়ানের চরিত্র রা ওয়ান এবং জি ওয়ানের প্রসঙ্গ তুলে হাসাহাসি করলেও পরে সেই গ্রাফিক নভেলকেই বাস্তবিক রুপ দেন তাঁরা। সুপারহিরোর মুখোশ এটেঁ হর্ষবর্ধন কাপুর এবং প্রিয়াংশু বেশকিছু র্যাকেটের পর্দা ফাঁসও করেন। এরপর বম্বে মিউনিসিপাল কর্পোরেশনের জল সংক্রান্ত কেলেঙ্কারির কিনারা করতে গিয়েই কেলেঙ্কারি বাঁধে। এরপর এই দুই স্বঘোষিত সুপারহিরো তাঁদের মুখোশ খুলে রুখে দাঁড়ায় শহরের কিছু দুর্নীতিগ্রস্ত প্রভাবশালীদের বিরুদ্ধে।
একজন মানুষ ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার গল্প নিয়েই ভবেশ যোশী'র পরিচালনায় এই সুপারহিরো নির্ভর ছবিটি তৈরি হয়েছে। পরিচালক বিক্রমাদিত্য মোওতয়ানের এই ছবি মুক্তি পাচ্ছে ২৫ মে। এই সিনেমাটি প্রযোজনা করেছেন ইরোস ইন্টারন্যাশানাল, রিলায়েন্স এন্টারটেইমেন্ট, বিকাশ বেহেল, মধু মান্টেনা এবং অনুরাগ কাশ্যপ।
আরও পড়ুন, অবশেষে বিয়ে করছেন সোনম কাপুর, ভাইরাল ওয়েডিং কার্ড
বিক্রমাদিত্য মোতওয়ানে এর আগে হর্ষবর্ধন কাপুর সম্পর্কে একটি সংবাদমাধ্যমকে বলেন, ও ভীষণ ভাল মানুষ এবং একইসঙ্গে খুব ভাল অভিনেতাও। ছবিটা নিয়ে আমি ভীষণ আশাবাদী। ভবেশ যোশী ছাড়াও হর্ষবর্ধন কাপুরের ঝুলিতে রয়েছে অভিনব বিন্দ্রার বায়োপিক।
ছবি নিয়ে ব্যস্ত তো আছেনই, থাকবেনও। তবে আপাতত তোড়জোড় করছেন বোন সোনম কাপুরের বিয়ের।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

 Follow Us