ভূত দ্য হন্টেড শিপ: ভিকি কৌশলের জার্নিটা সহজ হবে না

ধর্মা প্রোডাকশনের ছবি ভূত দ্য হন্টেড শিপ। ভিকি কৌশল ও ভূমি পেডনেকর-কে দেখা যাবে ছবির মুখ্য চরিত্রে। ভানু প্রতাপ সিংয়ের পরিচালনায় এই ছবির মুক্তি ২১ ফেব্রুয়ারি।

ধর্মা প্রোডাকশনের ছবি ভূত দ্য হন্টেড শিপ। ভিকি কৌশল ও ভূমি পেডনেকর-কে দেখা যাবে ছবির মুখ্য চরিত্রে। ভানু প্রতাপ সিংয়ের পরিচালনায় এই ছবির মুক্তি ২১ ফেব্রুয়ারি।

author-image
IE Bangla Web Desk
New Update
bhoot

ভূমি পেডনেকর ও ভিকি কৌশলকে দেখা যাবে ছবিতে।

'ভূত: দ্য হন্টেড শিপ', ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে ভিকি কৌশলকে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার। পরিতক্ত্য শিপের মধ্যে ভিকি দেখতে পায় কিছু হাতের ছাপ। টিজারেই মনে হয়েছে জমজমাট হতে চলেছে ছবির ক্লাইম্যাক্স। ছবির পরিচালক ও চিত্রনাট্যকার ভানু প্রতাপ সিং। 'ভূত: দ্য হন্টেড শিপ'-এর ট্রেলার মুক্তি পাবে ৩ ফেব্রুয়ারি।

Advertisment

ভিকি কৌশল ছাড়াও ছবিতে রয়েছেন ভূমি পেডনেকর। ধর্মা প্রোডাকশনের আগে জানিয়েছিল, হরর ফ্র্যানঞ্চাইজির অংশ হতে চলেছে এই ছবি। শোনা গিয়েছিল, ছবির শুটিংয়ের সময়ই আহত হয়েছিলেন ভিকি। চিকবোনে পড়েছিল ১৩টি সেলাই।

আরও পড়ুন, ‘পদ্মশ্রী’ বিতর্ক, কড়া জবাব দিলেন আদনান সামি

Advertisment

সম্প্রতি করণ জোহর অর্থাৎ ধর্মা প্রোডাকশন, প্রযোজনা করেছিল নেটফ্লিক্সের হরর জঁরের ছবি 'গোস্ট স্টোরিজ'। ২০০৫ সালেও অজয় দেবগণ ও জন আব্রাহামকে নিয়ে ধর্মার প্রযোজনায় তৈরি হয়েছিল 'কাল'।

'রাজি' এবং 'লাস্ট স্টোরিজ'-এর পর ধর্মা'র সঙ্গে ভিকি কৌশলের এটি তৃতীয় প্রজেক্ট। করণ জোহরের পরবর্তী ছবি 'তখত'-এও দেখা যাবে ভিকিকে। 'ভূত: দ্য হন্টেড শিপ'-এর পর সুজিত সরকারের 'সর্দার উধম সিং' ও মেঘনা গুলজারের 'শাম মানেকশ'-তে দেখা যাবে অভিনেতাকে।

আরও পড়ুন, ভালবাসার খেলা! জটিল ধাঁধা প্রতিমের ‘লাভ আজ কাল পরশু’

২১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে 'ভূত: দ্য হন্টেড শিপ'।

bollywood movie