সোনু নিগমকে 'অকৃতজ্ঞ' বললেন ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা কুমার

সোনু নিগম ভিডিয়োয় দাবি করেছেন অ্যালবাম করার জন্য তাঁকে বারবার অনুরোধ করেছিলেন ভূষণ কুমার। তারপরেই মুখ খুললেন অভিনেতা-পরিচালক ও ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা কুমার।

সোনু নিগম ভিডিয়োয় দাবি করেছেন অ্যালবাম করার জন্য তাঁকে বারবার অনুরোধ করেছিলেন ভূষণ কুমার। তারপরেই মুখ খুললেন অভিনেতা-পরিচালক ও ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা কুমার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সম্প্রতি একটি ভিডিয়োয় সোনু নিগম টি-সিরিজের চেয়ারম্যান ভূষণ কুমারকে হুঁশিয়ারি দেন। তাঁর নাম খারাপ করলে ফল ভাল হবে না বলেন সোনু। লাথো কি মাফিয়া বাতো সে নেহি মানতা শীর্ষক একটি ভিডিয়োতে তিনি দাবি করেন মানুষকে প্ররোচনা দিচ্ছেন ভূষণ কুমার। এবার সোনুর অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেতা-পরিচালক ও ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা কুমার।

Advertisment

সোনুকে বিদ্রূপ করে ইনস্টাগ্রামে দিব্যা লেখেন, ''এখন পুরোটাই নির্ভর করে কে ভাল ক্যাম্পেন করতে পারে...মানুষকে মিথ্যে বেচতেও দেখছি এবং তাদের প্রচারের জন্য প্রতারণা করতেও দেখছি...সোনু নিগম সেই ধরণের মানুষ যে দর্শকের চিন্তার সঙ্গে খেলা করে...!!!''

আরও পড়ুন, কাস্টিং-এ কোনওদিন হস্তক্ষেপ করেননি প্রসেনজিৎ, ‘অন্নদাতা’ প্রসঙ্গে শ্রীলেখাকে বিঁধলেন ধানুকা

সোনু, তাঁর ভিডিয়োতে বলেছেন ভূষণ কুমার তাঁকে একটা অ্যালবাম করার জন্য বারবার অনুরোধ করেছেন। এমনকী ইন্ডাস্ট্রির এই বড় নাম নাকি সোনুকে সুব্রত রায়, স্মিতা ঠাকরে ও বাল ঠাকরের সঙ্গে পরিচয় করার জন্যও অনুরোধ করেছেন। তিনি আরও অভিযোগ করেন যে মিউজিক ইন্ডাস্ট্রি নাকি চালনা করে দুটো বড় কোম্পানি।

Advertisment

আরও পড়ুন, আমার সঙ্গে টক্কর নিও না ফাঁপরে পড়বে, ভূষণ কুমারকে হুঁশিয়ারি সোনুর

সোনুর এই অভিযোগের প্রতিক্রিয়াতেই দিব্যা খোসলা কুমার তাঁকে অকৃতজ্ঞ বলেন এবং জানান, টি-সিরিজ তাঁকে ইন্ডাস্ট্রিতে ব্রেক দিয়েছিল। এমনকী অভিনেতা-পরিচালক জানান, ভিডিয়োগুলি সবটাই সোনুর পালবিসিটি স্টান্ট।

দিব্যা লেখেন, ''সোনু নিগমদি টি-সিরিজ আপনাকে ইন্ডাস্ট্রিতে ব্রেক দেয়...আপনাকে এগিয়ে নিয়ে যায়...আপনার যদি ভূষণের উপর এতটাই ক্ষোভ তাহলে সেটা আগে কেন বলেননি...এখন পাবলিসিটির জন্য এটা কেন করছেন...আ়মি নিজে আপনার বাবার এতো ভিডিয়ো পরিচালনা করেছি যার জন্য উনি সবসময় কৃতজ্ঞ ছিলেন...কিন্তু কিছু মানুষ অকৃতজ্ঞ হয়।''

এদিকে আরমান মালিক, সোনু নিগমের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ঠিকই, কিন্তু আদনান শামি এবং আলিশা চিনাই জানিয়েছেন, সোনু নিগমের মতো তারাও মিউজিক ইন্ডাস্ট্রিকে এভাবেই দেখেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sonu Nigam bollywood songs