Bhotbhoti: বাংলা ছবিতে নতুন ধরনের বিষয় নিয়ে কাজ সাম্প্রতিক সময়ে খুবই কম। বেশিরভাগই হয় সেই পরিবার-সম্পর্কের গল্প নয়তো গোয়েন্দা অভিযান। তথাগত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ভটভটি সম্পূর্ণ ভিন্ন একটি জগতে নিয়ে যাবে দর্শককে। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির প্রথম টিজার, যা অত্যন্ত আশাব্যঞ্জক।
মারমেড বা মৎস্যকন্যার মিথ সম্পর্কে দর্শক ওয়াকিবহাল। ইউরোপ, এশিয়া ও আফ্রিকা-- এই তিনটি মহাদেশের একাধিক লোককথায় এই কল্পিত প্রাণীটি এসেছে। কিন্তু যে গল্পটি সবচেয়ে বেশি সংখ্যক মানুষ পড়েছেন, সেটি হল হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন-এর 'দ্য লিটল মারমেড'। এই গল্পের উপর ভিত্তি করেই পরবর্তী সময়ে ডিজনি-র বিখ্যাত অ্যানিমেশন ছবি এসেছে এবং পপুলার কালচারে এরিয়েল চরিত্রটি দর্শকের মগজে বার বার হানা দিয়েছে।
আরও পড়ুন: ক্রাইম রিপোর্টারের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায়
এরিয়েল বা মৎস্যকন্যার এই মিথকে তথাগত মুখোপাধ্যায় এনে ফেলেছেন সাম্প্রতিক সময়ের বাংলায়। সঙ্গে এনেছেন কিছু ইম্প্রেশনিস্ট ইমেজারি যা বাংলা ছবিতে একটু বিরল। এই ছবির টিজার তাই নিঃসন্দেহে আশা জাগিয়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবলীনা দত্ত মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায় ও ঋষভ বসুকে। বিবৃতি ছোটপর্দায় দীর্ঘদিন কাজ করেছেন। ওয়েবসিরিজও করেছেন কিন্তু বাংলা ছবিতে এই প্রথম।
দেখে নিতে পারেন ছবির টিজার নীচের লিঙ্কে ক্লিক করে--
অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায় এর আগে জিফাইভ-এর জন্য তৈরি করেছিলেন একটি ওয়েব সিরিজ-- 'ওয়াটার বটল' যা স্ট্রিমিং হয় ২০১৯-এই। আবার এই বছরই ইউটিউবে মুক্তি পেয়েছে তাঁর ছবি, 'হাউ টু বিকাম আ রেপিস্ট' (অরিজিন অফ স্পিসিজ)-এর প্রথম পর্ব। চার্লস ডারউইন-এর 'অন দ্য অরিজিন অফ স্পিসিজ'-এর প্রত্যেকটি অধ্যায় নিয়ে তৈরি হবে এই ছবির এক একটি পর্ব। তার মধ্যে প্রথম পর্বটি এসেছে ইউটিউবে।
প্রথম ছবি 'ইউনিকর্ন' থেকেই স্বকীয়তার ছাপ রেখেছেন পরিচালক। ওই ছবিটি আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত হয়। 'ইউনিকর্ন' থেকে 'ভটভটি'-- প্রত্যেকটি ছবিতেই এমন কিছু মানুষের কথা বলতে চান পরিচালক, যাঁরা আপাতদৃষ্টিতে সাধারণ কিন্তু তাঁদের মনোজগত গড়পরতা নয়। 'ভটভটি'-র টিজার বলছে, তেমনই এক বা একাধিক মানুষের গল্প বলবে এই ছবি।