Advertisment

বিদায় ব্যোমকেশ: তবে কি সত্যান্বেষণের কাজ শেষ?

এই বছরের ছবির তালিকায় বিদায় ব্যোমকেশের নাম অনেকদিন আগেই বলা হয়েছিল প্রযোজনা সংস্থার তরফ থেকে। এবার প্রকাশ্যে এল বিদায় ব্যোমকেশের টিজার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিদায় ব্যোমকেশ মুক্তি পাবে এবছরই জুলাইয়ে

সত্যান্বেষণের শেষ নাকি নতুন গোয়েন্দার আবির্ভাব- বিদায় ব্যোমকেশের প্রথম ঝলক উসকে দিয়েছে এরকমই বেশ কয়েকটি প্রশ্ন। পরিচালক দেবালয় ভট্টাচার্যের হাত ধরে পর্দায় এবার প্রবীণ ব্যোমকেশ। তবে দুঃখ পাওয়ার কোনও কারণ নেই। ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে অবির চট্টোপাধ্যায়কেই।

Advertisment

তবে এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন আবির। ব্যোমকেশের চরিত্রেও তিনি, আবার ব্যোমকেশ বক্সীর নাতি সাত্যকি বক্সীর ভূমিকাতেও তিনিই। সাত্যকির প্রেমিকার চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে। অর্থাৎ আবারও আবির-সোহিনী জুটি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সমগ্রের একরকম সমাপ্তি ঘটল কিনা তা নিয়ে সন্দেহ জাগাবে এই টিজার।

এ ছবির টিজার ব্যোমকেশের জন্ম থেকে এক এক করে শরদিন্দুর রক্তের দাগ, বহ্নিপতঙ্গ, শজারুর কাঁটা, চোরাবালি, কহেন কবি কালিদাস, চিত্রচোরের ঝলক দেখিয়ে সোজা নিয়ে আসে ২০১৮র প্রেক্ষাপটে। দুবছর ধরে হারিয়ে যাওয়া ছেলের খোঁজ করতে ব্যর্থ বৃদ্ধ ব্যোমকেশ।

Advertisment

আরও পড়ুন, সিনেমা রিভিউ: থ্রিলারে মোড়া মানবিকতার গল্পই গুডনাইট সিটি

পর্দায় আবিরকে আশি বছরের বৃদ্ধ সত্যান্বেষীর ভূমিকায় আগে দেখেনি দর্শক। তবে প্রস্থেটিক মেকআপের পরেও নিজের স্বকীয়তা হরিয়ে ফেললনি ব্যোমকেশ। বিদায় ব্যোমকেশ মুক্তি পাবে এবছরের জুলাইয়েই।

Abir Chatterjee bidaay byomkesh
Advertisment