/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/shah-rukh-salman-759.jpeg)
বিগ বসে শাহরুখ-সলমন এক মঞ্চে।
এখনও এই জুটিকে করণ-অর্জুন বলেই চেনে বলিউড। সেই শাহরুখ-সলমনকে একসঙ্গে দেখা যাবে এই সপ্তাহে উইকেন্ডকা বারে। শুক্রবার সলমন খানের সঙ্গে স্পেশাল এপিসোড শুট করলেন শাহরুখ। জিরোর প্রচারের জন্য বিগ বসে হাজির হলেন কিং খান। শাহরুক ছাড়াও এই ছবিতে রয়েছেন অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ। মঞ্চে চুটিয়ে মজা করবেছ তারা, সেই ছবিই এবার প্রকাশ্যে এল। জিরো ছবির ইশকবাজ গানে বলিউড বাদশার সঙ্গে পা মিলিয়েছেন ভাইজান। এবার বিগ বসে এসে জিরোর প্রচার ছাড়াও প্রতিযোগীদের সঙ্গেও চুটিয়ে মজা করলেন তারা।
সলমন টুইটও করেছেন শুচিংয়ের ছবি। শুক্রবার দেখানো হয়েছে এই এপিসোডের প্রোমো।
Bhai ne Phir Jiyra Chakna Choor kar diya. Thank u Big Boss & @BeingSalmanKhan for a great evening starting with #Zero love you all. pic.twitter.com/Ch2lNFMI5p
— Shah Rukh Khan (@iamsrk) December 14, 2018
তবে বিগ বসের ঘরের প্রতিযোগিরা শাহরুখের গলা শুনেই ভীষণ উত্তেজিত। এ সপ্তাহে তিন জন সদস্য ঘরের বাইরে যাওয়াজ জন্য মনোনীত -করণবীর বোহরা, সোমি খান ও রোহিত সুচান্তি। এছাড়াও এই মূহুর্তে ঘরে রয়েছেন দীপিকা কক্কর, শ্রীসান্থ, দীপক ঠাকুর, রোমিল চৌধুরি ও সুরভি রানা।
আরও পড়ুন, ইশা আম্বানির রিসেপশন, হাজির হেমামালিনী থেকে কিরণ বেদী
জিরো ছবিতে বুধিয়া সিংয়ের ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ খান। তবে সলমন ছাড়াও করিশ্মা কাপুর, আলিয়া ভাট ও মাধুরী দীক্ষিত অতিথি চরিত্রে রয়েছেন এই ছবিতে। শ্রীদেবীকেও একটি ছোট্ট চরিত্রে দেখানো হয়েছে জিরোয়।