বিগ বসের ঘরের মেজাজ কখন কেমন থাকবে কেউ জানে না। প্রতিযোগীদের মধ্যে টাস্ক চলাকালী তাদের চিৎকারের ম্যাচ আরও বেশি করে চলে। এদিকে সেই সময় দর্শকদের কাছে কোনও শব্দ বোঝা দুষ্কর হয়ে পড়ে। এর থেকে বেশি খারাপ কোনও রিয়্যালিটি শো হতে পারে? বিগ বস ১৩-র গতকালের এপিসোড দেখার পর উত্তর হবে, না।
বিগ বস ১৩-এর বুধবারের পর্বে, মনোনীত প্রতিযোগীদের একটি সুযোগ দেওয়া হয়েছিল যাতে তারা নিজেদের মনোনয়ন বাঁচাতে পারে। আসলে মনোনীত না হওয়া সদস্যদের সঙ্গে তাদের জায়গা অদলবদল করার সুযোগ দেওয়া হয়েছিল। বিগ বস সাপ-লুডোর টাস্ দিয়েছিলেন তাদের। মনোনীত প্রার্থীদের উল্টো দিকের নিরাপদ সদস্যদের জায়গায় নিজেদের নাম রাখতে হবে, আর এদিকে আসিম ও আরতিকে নিজেদের বাঁচাতে হবে, এটাই ছিল খেলা। খেলার সাপ ছিলেন আসিম ও আরতি।
আরও পড়ুন, বিগ বস ১৩: সিদ্ধার্থ দে-কে মারার হুমকি দিল সিদ্ধার্থ শুক্লা
কাজটি আকর্ষণীয় ছিল, কিন্তু সিদ্ধার্থ শুক্লার আগ্রাসন সবকিছুই পন্ড করে দিল। পারস সিঁড়ি নষ্ট করার পরেই সিদ্ধার্থ আক্রমণাত্মক হয়ে উঠল। প্রতিটা কাঠের বক্স উল্টে ফেলে দিলেন। ফলে যারা ভালভাবে গেমটি খেলছিল তারা বিরক্ত হয়ে গেল। রেশমি এবং মহিরা চিৎকার করে সিদ্ধার্থের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেন এবং সিদ্ধার্থ দে কাজ নষ্ট করার জন্য শুক্লাকে দায়ি করতে থাকেন। পরে, সিদ্ধার্থ শুক্লা দেবলীনার সিঁড়ি ভেঙে দিলে মৌনতা ভেঙে চিৎকার করেন তিনিও।
টাস্ক চলাকালীন পারসের সঙ্গে ঝামেলায় সিদ্ধার্থ।
আরও পড়ুন, ভুয়ো বিয়ের কার্ডের পর ভাইরাল রণবীর-আলিয়ার লন্ডনে ঘুরতে যাওয়ার ছবি
দেবলীনা ও শেহনাজের মধ্যে হাতাহাতিও শুরু হয়ে যায়। পারস ছাবড়া ও সিদ্ধার্থ দে বিগ বসের টাস্ক থেকে সরে আসেন সিদ্ধার্থ শুক্লার হিংসাত্মক ব্যবহারের কারণে, এমনকী তাঁকে মানিসক বিকারগ্রস্থ বলেও কটাক্ষ করেন তারা। মাহিরা ও রেশমি অভিযোগ তোলেন টাস্ক চলার সময় তাদের নাকি ধাক্কা মেরেছেন সিদ্ধার্থ। এদিকে আরতি সিং, যে এই কাজের সঞ্চালক ছিলেন তিনি ক্রমাগত সিদ্ধার্থের পাশে দাঁড়ান ও বলেন, মাহিরা সিদ্ধার্থকে আগে ধাক্কা দিয়েছে।
সমস্ত ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন দর্শক। সোশাল মিডিয়াতেও সমালোচিত হয়েছে এই শো।