Vivian Dsena - Bigg Boss: আজই বিগ বস ১৮ এর বিজয়ী ঘোষণা হবে। এই সিজনে এমন কিছু প্রতিযোগী ছিলেন, যারা প্রথম থেকেই খুব আলোচনায় ছিলেন। এদের মধ্যে ভিভিয়ান ডিসেনা এবং করণবির মেহরা অন্যতম। বিগ বস মানেই পুরোনো ঘটনার উত্থাপন হবে একথা পরিষ্কার। কারওর, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে টানাটানি হবে না, অন্তত কোনও সিজনে এমন হয়নি।
বিগ বসের ঘরে এবার এমন এক প্রতিযোগী আছেন যিনি কিন্তু তাঁর নানা রকম আচরনের কারণে আলোচনায় ছিলেন। একদিকে যেমন তাঁর শান্ত এবং চালাক স্বভাব অনেকেই পছন্দ করেছিলেন, আবার শেষের দিকে তাঁর বুদ্ধি দেখে কেউ কেউ চমকে উঠেছিলেন। প্রসঙ্গে, ভিভিয়ান ডিসেনা। তিনি যথেষ্ট জনপ্রিয় এবছরের বিগ বসে। শুধু তাই নয়, তিনি যে জেতার ক্ষমতা রাখেন, একথা আগেভাগেই জানিয়েছেন তাঁর ভক্তরা।
কিন্তু, ভিভিয়ানের জীবনে যে ব্যক্তিগত সম্পর্ক প্রথমদিকে সুখকর ছিল না একথা জানতেন? অভিনেতা কাকে বিয়ে করেছিলেন? এবং কী ভাবে তাঁদের প্রেম হয়েছিল জানেন? প্রথম বিয়ে ভেঙেছিল কেন তাঁদের? দু বার বিবাহিত ভিভিয়ান, বিয়ে করেছিলেন তাঁর সহ অভিনেত্রী ভাবীজ ডোরাবজিকে বিয়ে করেছিলেন। দুজনের দেখা হয়েছিল জনপ্রিয় টিভি সিরিয়াল প্যায়ার কী ইয়ে এক কাহানির মঞ্চে। সেখান থেকেই শুরু হয় প্রেম। এবং দিনের পর দিন সেই সম্পর্ক আরও পাকা হতে থাকে।
২০১৩ সালে এই এই অভিনেত্রীকে বিয়ে করেন তিনি। কিন্তু, বেশিদিন এই সম্পর্ক স্থায়ী হয়নি। বরং ২০১৬ সালে তাঁর সঙ্গে বিচ্ছেদের আবেদন করেন ভিভিয়ান ডিসেনা। এবং ২০১৭ সালে তাঁরা আলাদা হয়ে যান। যদিও কেন আলাদা হয়েছিলেন সেকথা জানা যায়নি। কিন্তু, দ্বিতীয় বিয়ের সময় বেশ সময় নিয়েছিলেন তিনি। এক সাংবাদিককে বিয়ে করেন। এবং কিভাবে তাঁদের সম্পর্ক শুরু হয়েছিল জানা আছে?
ভিভিয়ান বিগ বসের ঘরেই বলেছিলেন, তাঁর এক সাক্ষাৎকারের প্রয়োজনেই ভিভিয়ানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু, অভিনেতা সারা না দেওয়ার কারণেই তাঁকে অপেশাদার বলে বসেন তাঁর বর্তমান স্ত্রী। কিন্তু, যেই অপেশাদার বলা হয় তখনই বিগড়ে যান তিনি।