/indian-express-bangla/media/media_files/2025/08/28/gaurav-khanna-2-2025-08-28-14-00-28.jpg)
দাম্পত্য জীবনে বড় সুখ হারাচ্ছেন অভিনেতা?
‘বিগ বস ১৯’-এর সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই প্রতিযোগীরা তাদের ব্যক্তিগত জীবনের নানা সত্য তুলে ধরছেন। সর্বশেষ পর্বে টেলিভিশন অভিনেতা গৌরব খান্না খোলাখুলি জানালেন, তিনি বাবা হতে চান, তবে স্ত্রী ও অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা আপাতত সেই দায়িত্ব নিতে প্রস্তুত নন।
বাগান এলাকায় খোলামেলা আড্ডার সময় কনটেন্ট ক্রিয়েটর মৃদুল তিওয়ারি গৌরবকে প্রশ্ন করেছিলেন পিতৃত্ব নিয়ে। উত্তরে গৌরব বলেন, “আমরা নভেম্বরে ৯ বছর পূর্ণ করব। ও সন্তান চাইছে না। আমি চাই, কিন্তু এটা প্রেমের বিয়ে। ও যা বলবে আমাকে মানতেই হবে। প্রেম করলে তাকে যত্ন নিয়ে পালন করতেই হয়। ওর ভাবনাও যথেষ্ট যুক্তিযুক্ত।"
তিনি আরও যোগ করেন,“অনেক দায়িত্ব আছে। আমরা দু’জনেই কাজ করি। কাল যদি দু’জনের কাজ একসঙ্গে হয়, তবে শিশুকে একা ফেলে রাখা সম্ভব নয়। আমি চাইতাম, কিন্তু ও যখন পুরো বিষয়টা ব্যাখ্যা করল, আমি বুঝতে পেরেছি সবটা। যখন সময় আসবে, দেখা যাবে। তবে এখন সেই সময় নয়।”
Sadhguru: মস্তিষ্কে রক্তক্ষরণ! অস্ত্রোপচারের পর বাইকে কৈলাসে সদগুরু, চমকালেন অভিনেতা
এর আগে ‘বিগ বস’-এ প্রবেশের আগে গৌরব অংশ নিয়েছিলেন সেলিব্রিটি কুকিং শো সেলিব্রিটি মাস্টারশেফ ইন্ডিয়া-তে। যেখানে তিনি তেজস্বী প্রকাশ, নিক্কি তাম্বোলি, মিঃ ফৈসু এবং রাজীব আদাতিয়াকে হারিয়ে বিজয়ী হয়েছিলেন। সেই শোতেই তিনি প্রথমবার আকাঙ্ক্ষার সঙ্গে তাঁর প্রেমের গল্প প্রকাশ্যে শেয়ার করেছিলেন।
২০১৬ সালের নভেম্বরে গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চামোলা জমকালো অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আকাঙ্ক্ষা চামোলা জনপ্রিয় টিভি অভিনেত্রী। স্বরাগিনী, ভূতু এবং ক্যান ইউ সি মি–এর মতো শোতে অভিনয় করে পরিচিতি পান। অন্যদিকে, গৌরব বর্তমানে অনুপমা সিরিয়ালে অনুজ কাপাডিয়ার ভূমিকায় জনপ্রিয়, এছাড়াও সাবধান ইন্ডিয়া এবং মওকা-ই-ভারদাত-এও অভিনয় করেছেন।