Bigg Boss: নাগমার পর এবার আওয়েজ-ও টাটা বাই-বাই, শো থেকে বেরিয়েই কি বিয়ে?

গত চার সপ্তাহ ধরে আওয়েজের পারফরম্যান্স তেমন নজরকারা ছিল না। প্রায় প্রতিটি পর্বেই সলমন খান তাকে খেলায় আরও মনোযোগী হতে এবং নিজের উপস্থিতি বাড়াতে উৎসাহ দিয়েছিলেন।

গত চার সপ্তাহ ধরে আওয়েজের পারফরম্যান্স তেমন নজরকারা ছিল না। প্রায় প্রতিটি পর্বেই সলমন খান তাকে খেলায় আরও মনোযোগী হতে এবং নিজের উপস্থিতি বাড়াতে উৎসাহ দিয়েছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
awz

কবে বিয়ে করছেন আওয়েজ?

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আওয়েজ দরবারকে রবিবার সলমন খানের সঞ্চালিত রিয়েলিটি শো বিগ বস সিজন ১৯ থেকে বিদায় নিতে হয়েছে। সংগীত পরিচালক ইসমাইল দরবারের পুত্র আওয়েজের ইনস্টাগ্রাম ও ইউটিউবে প্রায় ৪৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে। তিনি তার প্রেমিকা নাগমা মিরাজকরের সঙ্গে এই শোতে এসেছিলেন। এবং শো চলাকালীনই তাকে বিয়ের প্রস্তাব দেন। তবে দর্শকদের সঙ্গে প্রত্যাশিত সংযোগ গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত তার উচ্ছেদ ঘটে।

Advertisment

গত চার সপ্তাহ ধরে আওয়েজের পারফরম্যান্স তেমন নজরকারা ছিল না। প্রায় প্রতিটি পর্বেই সলমন খান তাকে খেলায় আরও মনোযোগী হতে এবং নিজের উপস্থিতি বাড়াতে উৎসাহ দিয়েছিলেন। যদিও অভিষেক বাজাজ, আশনুর কৌর, গৌরব খান্না, প্রণীত মোরে ও মৃদুল তিওয়ারির সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলেছিলেন তিনি। তবে প্রায়ই বশির আলি ও অমল মালিকের সঙ্গে তার বিরোধ দেখা গিয়েছে। এক পর্যায়ে বশির ও অমল তাকে চরিত্রহননের অভিযোগেও জড়িয়ে ফেলেন। দাবি করা হয় যে নাগমা মিরাজকরের সঙ্গে সম্পর্কে থাকার সময় আওয়েজ অন্য নারীদের মেসেজ পাঠাতেন তিনি। যদিও পরে অভিযোগগুলো খারিজ হয়। তবে, ঘটনাটি তাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছিল।

Veer Sharma: ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস, ভয়াবহ আগুন কেড়ে নিল শিশু অভিনেতা ও তার দাদাকে

Advertisment

বিগ বসের ঘর থেকে বেরনোর আগের দিন আওয়েজের দিদি গৌহর খান তাকে অনুপ্রাণিত করতে বিগ বস হাউসে প্রবেশ করেছিলেন। তিনি তাকে আরও খোলামেলা হতে, খেলায় সক্রিয় ভূমিকা নিতে এবং সঠিক জায়গায় নিজের মতামত প্রকাশ করতে উৎসাহ দেন। গৌহর স্পষ্টই বলেন, "তুমি যদি নিজেই লড়াই না করো, তাহলে তোমার হয়ে কে লড়বে? তুমি যদি এমনিতেই হারিয়ে যাও, তবে এই শোতে টিকে থাকার কোনও সুযোগ নেই।"

বর্তমানে, আওয়েজ নাগমা মিরাজকরের সঙ্গে বিয়ের প্রস্তুতিতে রয়েছেন। নাগমাকে মাত্র দুই সপ্তাহ আগে বিগ বস 19 থেকে বিদায় নিতে হয়েছিল। এই যুগল মূলত ডিসেম্বরেই বিয়ে করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু শোয়ের কারণে তা পিছিয়ে দেন। এখন যেহেতু দুজনেই বাড়ি থেকে বিদায় নিয়েছেন, প্রশ্ন উঠছে—আগে নির্ধারিত তারিখেই কি এবার বিয়ের ঘণ্টা বাজবে?

Entertainment News Entertainment News Today Bigg Boss