Bigg Boss: বিগ বসের ঘরে হাসির পাত্র, পহেলগাঁও মন্তব্যেও ফেঁসেছিলেন, বিতর্ক পিছু ছাড়ছে না 'স্পিরিচুয়াল' তানিয়ার

তাকে বাড়িতে সকলে নাকি বস বলে ডাকেন। বিশেষ করে, তাঁর ভাই এবং মা - সকলেই নাকি তাঁকে বস বলেন। শুধু তাই নয়, তিনি বাউন্সার নিয়ে ঘোরেন। এবং এমন কিছু কথা তিনি বলছেন বিগ বসের ঘরে, যেখানে না হেসে উপায় নেই।

তাকে বাড়িতে সকলে নাকি বস বলে ডাকেন। বিশেষ করে, তাঁর ভাই এবং মা - সকলেই নাকি তাঁকে বস বলেন। শুধু তাই নয়, তিনি বাউন্সার নিয়ে ঘোরেন। এবং এমন কিছু কথা তিনি বলছেন বিগ বসের ঘরে, যেখানে না হেসে উপায় নেই।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
tanya

বিতর্ক পিছু ছাড়ছে না তানিয়ার...

 বিগ বস নিয়ে সবসময় আলোচনা থেকেই যায়। এই ঘরে যারা প্রবেশ করেন, তাঁরা সবসময় সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবারও এমন একজন আছেন, যিনি তানিয়া মিত্তল, নিজেকে স্পিরিচুয়াল লিডার বলে গন্য করলেও, তাঁকে নানাভাবে কটাক্ষ করা হচ্ছে। এছাড়াও, তিনি নিজে যে ধরণের বক্তব্য রাখছেন, তাতে বিতর্ক হবেই। 

Advertisment

তাকে বাড়িতে সকলে নাকি বস বলে ডাকেন। বিশেষ করে, তাঁর ভাই এবং মা - সকলেই নাকি তাঁকে বস বলেন। শুধু তাই নয়, তিনি বাউন্সার নিয়ে ঘোরেন। এবং এমন কিছু কথা তিনি বলছেন বিগ বসের ঘরে, যেখানে না হেসে উপায় নেই। বরং, একথা অনেকেই জানেন তানিয়া এর আগেও একবার বিতর্কে জড়িয়েছিলেন। পহেলগাঁও ঘটনায় তাঁর একটি ভিডিও বেশ ভাইরাল হয়। যেখানে তিনি বলেছিলেন, আতঙ্কবাদের কোনও ধর্ম নেই। যদিও বা চাপের মুখে সেই ভিডিও ডিলিট করেন তিনি। 

Pawan Singh: অভিনেত্রীকে অনুপযুক্ত স্পর্শ, এদিকে অভিনেতা স্বামীর টিকিও ছুঁতে পারছেন না দ্বিতীয় স্ত্রী?

Advertisment

কিন্তু যখন সেই বিতর্ক হয়, তিনি কীভাবে সামলেছিলেন? এক জাতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, "বিতর্কের ঘটনার মাত্র ৪৮ ঘণ্টা পরেই আমি ভ্রমণে বেরিয়েছিলাম এবং কাজও করছিলাম। সত্যি বলতে, বিষয়টা আমার উপর কোনো প্রভাব ফেলেনি। আমি আমার সত্য জানি। যদি কাউকে নিজেকে ভালো প্রমাণ করতে হয়, তাহলে সেটাই খারাপের জয়। ভাল মানুষ হও, নিজের বিশ্বাসে অটল থাকো। আর এমন জায়গা ছেড়ে দাও যেখানে তোমার ভালোকে সম্মান দেওয়া হয় না।" 

তিনি আরও যোগ করেন, "কেউ আমার সম্পর্কে বাইরে গিয়ে কিছু বলেছিল, আর তাতেই ধরে নিল আমি অযোগ্য। কিন্তু তারা কি অস্বীকার করতে পারে, যে আমরা টানা আট মাস একসাথে কাজ করেছি? এর মাধ্যমে প্রমাণ হয়েছে, কঠিন সময়ে কেউ কারও পাশে থাকে না। তবে আমি খুশি যে তারা আমাকে ছেড়ে চলে গেছে, কারণ এতে আমরা আরও বেশি অন্যান্য রাজ্যের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। এখন কি সত্যিই কিছু আছে যা আমাকে থামাতে পারবে?" 

Entertainment News Today Entertainment News