Pawan Singh: অভিনেত্রীকে অনুপযুক্ত স্পর্শ, এদিকে অভিনেতা স্বামীর টিকিও ছুঁতে পারছেন না দ্বিতীয় স্ত্রী?

তিনি জানান, স্বামীর সঙ্গে দেখা করার জন্য লখনউ পর্যন্ত গিয়েছিলেন এবং করাকাটে ছট পূজার সময়ও চেষ্টা করেছিলেন, কিন্তু পবন দেখা করতে রাজি হননি। এমনকি তাঁর বাবা দুই মাস আগে যোগাযোগের চেষ্টা করলেও...

তিনি জানান, স্বামীর সঙ্গে দেখা করার জন্য লখনউ পর্যন্ত গিয়েছিলেন এবং করাকাটে ছট পূজার সময়ও চেষ্টা করেছিলেন, কিন্তু পবন দেখা করতে রাজি হননি। এমনকি তাঁর বাবা দুই মাস আগে যোগাযোগের চেষ্টা করলেও...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pawan

কী হয়েছে স্ত্রীর সঙ্গে?

ভোজপুরি তারকা পবন সিং এবং অভিনেত্রী অঞ্জলি রাঘবকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে, গায়কের স্ত্রী জ্যোতি সিং জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরে স্বামীর সাথে যোগাযোগের চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। শুক্রবার ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

Advertisment

২০১৮ সালে পবনের সঙ্গে বিয়ে হয় জ্যোতির। তিনি গায়কের দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী ছিলেন প্রিয়কুমারী সিং। পোস্টে জ্যোতি লেখেন, "প্রিয় স্বামী শ্রী পবন সিং জি, কয়েক মাস ধরে আমি পারিবারিক এবং রাজনৈতিক কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি। কিন্তু আপনি কিংবা আপনার কাছের মানুষজন আমার ফোন ও মেসেজের কোনো উত্তর দেননি।" 

Rajkumar Rao: ব্যাংকে মাত্র ১৮টাকা, জুটত না খাবার-ও, বন্ধুদের ফোন করে কী বলতেন অভিনেতা?

Advertisment

তিনি জানান, স্বামীর সঙ্গে দেখা করার জন্য লখনউ পর্যন্ত গিয়েছিলেন এবং করাকাটে ছট পূজার সময়ও চেষ্টা করেছিলেন, কিন্তু পবন দেখা করতে রাজি হননি। এমনকি তাঁর বাবা দুই মাস আগে যোগাযোগের চেষ্টা করলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। আবেগঘন ভঙ্গিতে তিনি প্রশ্ন তোলেন, "আমি কী এমন অপরাধ করেছি যে এত বড় শাস্তি পাচ্ছি? একজন বিশ্বস্ত স্ত্রী হিসেবে আমি সব দায়িত্ব পালন করেছি, কিন্তু এখন আপনার দায়িত্ব পালনের সময় এসেছে।" 

জ্যোতি পিটিআইকে জানান, বহুদিন ধরে ফোন ও মেসেজের উত্তর না পেয়ে শেষমেশ সোশ্যাল মিডিয়াকেই মাধ্যম করতে হয়েছে। "আমরা অনেকদিন ধরে চেষ্টা করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। তাই সোশ্যাল মিডিয়ায় লিখতে হয়েছে। তাঁর উচিত আমার ফোন রিসিভ করা আর মেসেজের জবাব দেওয়া।" 

Dev Anand: বাবার ছায়ায় ঢাকা পড়া এক অভিনেতা, ক্রমশই তলিয়ে গেলেন অন্ধকারে, হয়েই উঠতে পারলেন না যোগ্য উত্তরসুরী... 

জ্যোতি ও পবনের সম্পর্ক প্রকাশ্যে আসে ২০২২ সালের এপ্রিলে, যখন তিনি বালিয়ার পারিবারিক আদালতে ভরণপোষণের মামলা দায়ের করেন। মাসিক ৫ লক্ষ টাকা দাবি করে দায়ের করা মামলাটি এখনও বিচারাধীন। পবনের আইনজীবী হরিবংশ সিং জানিয়েছেন, আগামী শুনানি হবে ৮ সেপ্টেম্বর।

এর মধ্যেই লখনউয়ের এক অনুষ্ঠানে অভিনেত্রী অঞ্জলি রাঘবকে অনুপযুক্তভাবে ছোঁয়ার ভিডিও ভাইরাল হওয়ায় নতুন বিতর্কে জড়ান পবন। এ নিয়ে অঞ্জলি প্রকাশ্যে অস্বস্তি প্রকাশ করলেও, গায়ক ক্ষমা চাওয়ার পর তিনি জানান যে বিষয়টি তিনি আর এগিয়ে নিতে চান না। 

Entertainment News Today bollywood actress bollywood