Advertisment

Bigg Boss 18: চাহাতের রোষানলে ইশা, 'ওর ওকে ছাড়া অস্তিত্বই নেই...', পরপুরুষের প্রসঙ্গ টানলেন বিগ বস প্রতিযোগী?

Bigg boss news: চাহাতের মা, প্রথম দিন থেকেই শুরু করেছেন সমালোচনা। এবং তিনি এই শোয়ে এসে বলেছিলেন, ইশা নাকি অবিনাশ এবং শালিন দুজনের গায়ে পড়ে শো জেতার কথা ভাবছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
eisha singh- bigg boss, chahat pandey

ইশাকে চাঁচাছোলা আক্রমণ চাহাতের, যা যা বললেন... Photograph: (Instagram)

Bigg Boss 18: আসন্ন বিগ বস ১৮ এর ফাইনাল। শুধু তাই নয়, ক্রমাগতই পারদ চড়ছে এই শোয়ের। গোটা সিজন জুড়ে বেশ কিছু সমস্যার শিকার হয়েছেন অনেকেই। কিন্তু ইশা সিং, তাঁকে নিয়ে সরব চাহাত পান্ডে। এই সপ্তাহেই বাদ পড়েছেন চাহাত। তাঁর সঙ্গে এমনও শোনা যাচ্ছে, তিনি নাকি ইশা এবং অবিনাশকে আবারও দোষারোপ করতে শুরু করেছেন।

Advertisment

চাহাতের ( Chahat Pandey ) মা, প্রথম দিন থেকেই শুরু করেছেন সমালোচনা। এবং তিনি এই শোয়ে এসে বলেছিলেন, ইশা নাকি অবিনাশ এবং শালিন দুজনের গায়ে পড়ে শো জেতার কথা ভাবছেন। সেই নিয়ে নানা আলোচনা হল নিদারুণ। কিন্তু চাহাত বাদ পড়তেই ফের একবার শুরু করেছেন নিজের বক্তব্য রাখা। অভিনেত্রীর কথায়, তিনি নাকি একজনের আঙুল ধরেই ফাইনালে জায়গা পেয়েছেন। তাঁর নিজের কোনও দক্ষতা নেই।

আরও পড়ুন  -  Saif Ali Khan-Shahid Kapoor: সইফকে প্রাণঘাতী হামলা, অবশেষে মুখ খুললেন করিনার প্রাক্তন শাহিদ...

ইশা ( Eisha Singh ) এবং অবিনাশের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। কিন্তু, দুজনেই নিজেদের মধ্যে আসলে কি সম্পর্ক সেই নিয়ে সরব না। উল্টে চাহাতের কথায়, আমায় অনেকেই বলেছিলেন যে, আমি নাকি জেতার যোগ্যতা রাখি। কিন্তু আমি জানি না অন্যরা কী ভাবে? একজনের ভাগ্য এবং তাঁর গায়ে পড়ে একটা স্ট্র্যাটেজি বানিয়ে খালি জেতার ধান্দা তাঁদের। কিছু প্রতিযোগী ফাইনাল অবধি পৌঁছাতে পেরেছে কারণ, তাঁরা হাউজের অন্যান্যদের থেকে সাহায্য পেয়েছে। কিন্তু আমি গর্বিত যে ১৪ সপ্তাহ পর্যন্ত আমি একা খেলে গিয়েছি। এবং যেটুকু অর্জন করেছি নিজের যোগ্যতায় অর্জন করেছি।"

Advertisment

এরপরই ইশার নাম তুলে তিনি কটাক্ষ করেন। অবিনাশ না থাকলে ইশার কোনও মূল্য থাকত না? চাহাত এমনই বললেন... "ইশা তো অবিনাশের আঙুল ধরে ধরে এগিয়ে গেল। অবিনাশ না থাকলে ওর কোনও অস্তিত্বই থাকত না। ওরা পুরো প্যাকেজ ডিল। উল্লেখ্য, এখানেই কাহিনী শেষ নয়। আর দু দিনের মাথায় বিগ বসের ফাইনাল। ফলে, সাংবাদিকরা গিয়েছিলেন সেই শোয়ে! এবং তারপর ভিভিয়ান তাঁদের প্রশ্নের মুখোমুখি হয়ে এতটাই উত্যক্ত হন, যে রেগে আগুন হয়ে যান তিনি।

salman khan Bigg Boss Bigg Boss OTT
Advertisment