Shahid Kapoor - Saif Ali Khan Health: সইফ আলী খান এখন আলোচনায়। কারণ, নিজের পরিবারকে বাঁচাতে গিয়ে ছুরির কোপে অভিনেতা। তারপরেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সঙ্গে ছিলেন ছেলে ইব্রাহিম। অভিনেতার টানা ৫ ঘণ্টা অপারেশনের পর এখন অনেকটাই সুস্থ আছেন। যদিও বা বিশেষ কিছু নির্দেশিকা মেনে চলতে হবে তাঁকে।
এদিকে, তাঁর এই খবরে উদ্বিগ্ন বলিউড। কারণ, বান্দ্রা এলাকায় যেখানে অনেক তারকাই বসবাস করেন, সেখানে এহেন ঘটনা খুব সাংঘাতিক। তারকাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, বেশিরভাগই এই ঘটনায় গুটিয়ে রয়েছেন। বলিউড থেকে কেউ কেউ যেমন দেখতে গিয়েছিলেন তাঁকে। তেমনই, কেউ কেউ সমাজ মাধ্যমে শুভেচ্ছা পাঠিয়েছেন। কিন্তু বাদ পড়লেন না শাহিদ কাপুর নিজেও?
অভিনেতা, শাহিদ কাপুরের সঙ্গে করিনার সম্পর্ক কী ছিল একথা অনেকেই জানেন। একসময়ের বলিউডের চর্চিত প্রেমিক যুগল হিসেবে পরিচিত ছিলেন তাঁরা। তারপর অনেক গল্প। শাহিদকে টাটা বাইবাই বলে করিনা সইফ আলির হাত ধরেন। কিন্তু, আজ অবধি একসঙ্গে তাঁরা ছবি খুব একটা করেননি। উড়তা পাঞ্জাব ছবিতে দেখা যায় তাঁদের। কিন্তু, তাঁরা নাকি একসঙ্গে শুট করেননি। তবে, এবার সইফের শারীরিক অবস্থার খবর জেনে শাহিদ নিজেও উদ্বিগ্ন। অভিনেতা নিজের ছবির প্রচারে এসে বললেন...
"বিষয়টা খুব ভাবনার। খুব ভাবাচ্ছে সকলকে। আমি আশা করব সইফ এখন ভাল আছেন। আমরা সত্যিই খুব অবাক হয়েছিলাম, যে এমনও হয়? কিন্তু সইফ আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ব্যক্তিগত জীবনে এহেন ঘটনা খুব দুঃখজনক। মুম্বাই শহরে এমন হয় না। আমরা ভাবতেও পারি না যে এসব হচ্ছে। আমরা সবসময় জানি এই শহরে কারওর ক্ষতি হয় না। যারা এখানে মানুষ তাঁরা জানেন কত সুরক্ষার সঙ্গে মানুষ রাত ২টো, তিনটে নাগাদ ঘুরে বেড়ায়। নিশ্চিত যে পুলিশ হয়তো সবটা জানার চেষ্টা করবেন।"
উল্লেখ্য, শাহিদ একা নন, সমাজ মাধ্যমে সোনাক্ষী সিনহা থেকে শ্রেয়া ঘোষাল, অর্জুন কাপুর, অনেকেই করিনার জন্য প্রার্থনা করেছেন। একজন সইফ কবে বাড়ি ফেরেন সেটাই দেখার।