Actress Health Condition: রক্তচাপ ৪০! সিনেমাহলে বুক ধড়ফড়-বাঁদিক পুরো অসাড়, শেফালির মতোই হৃদরোগের উপসর্গ বিগ বস প্রতিযোগীর

Shrutikaa Arjun Health Update: এক সাক্ষাৎকারে বিগ বস ১৮-এর প্রতিযোগী শ্রুতিকা অর্জুন অতীতের ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করেছেন। যেখানে শেফালির মতো আচমকা তাঁরও রক্তচাপ কমে গিয়েছিল। কোভিড ভ্যাকসিন নেওয়ার রাতে মারাত্মক পরিণতি হয়েছিল শ্রুতিকার।

Shrutikaa Arjun Health Update: এক সাক্ষাৎকারে বিগ বস ১৮-এর প্রতিযোগী শ্রুতিকা অর্জুন অতীতের ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করেছেন। যেখানে শেফালির মতো আচমকা তাঁরও রক্তচাপ কমে গিয়েছিল। কোভিড ভ্যাকসিন নেওয়ার রাতে মারাত্মক পরিণতি হয়েছিল শ্রুতিকার।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

শেফালির মতোই শ্রুতিকারও...

Shrutikaa Arjun Health Issue: ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালার। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী যৌবন ধরে রাখতে বিশেষ ট্রিটমেন্ট ও ওষুধ সেবনের কারনেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। শেফালির আকস্মিক মৃত্যুর পর অভিনেত্রীর ঘনিষ্টমহলের ১৪ জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। সেই তালিকায় ছিলেন শেফালির স্বামী পরাগ ত্যাগীও। অভিনেত্রীর বন্ধু পূজা ঘাই বিবেক ললওয়ানিকে দেওয়া সাক্ষাৎকারে সেই কথা জানিয়েছেন। বিগ বস ১৩-এর প্রতিযোগী শেফালি জারিওয়ালার জীবন থমকে গেল মাত্র ৪২ বছর বয়সেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিগ বস ১৮-এর প্রতিযোগী শ্রুতিকা অর্জুন অতীতের ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করেছেন। যেখানে শেফালির মতো আচমকা তাঁরও রক্তচাপ কমে গিয়েছিল। কোভিড ভ্যাকসিন নেওয়ার রাতে মারাত্মক পরিণতি হয়েছিল শ্রুতিকার। 

Advertisment

স্ত্রীকে দেখে রীতিমতো আতঙ্কে থরথর করে কাঁপছিলেন তাঁর স্বামী। প্রতি পাঁচ মিনিট অন্তর পালস মাপছিলেন। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর আচমকাই যেন পুরো শরীর অসার হয়ে গিয়েছিল। সেই বিভীষিকাময় দিনের কথা স্মরণ করে শ্রুতিকা বলেন, 'যেদিন আমি করোনার টিকা নিলাম সেই রাতে আমার যা অবস্থা হয়েছিল...। নরমাল ডেলিভারিতেও আমি এর থেকে কম কষ্ট পেয়েছি। সেই দিন পুরো রাত আমার যা মারাত্মক অভিজ্ঞতা হয়েছে তা বলে বোঝানো সম্ভব নয়। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে অর্জুন প্রতি পাঁচ মিনিট অন্তর দেখছিল আমি নিঃশ্বাস নিচ্ছি কিনা।'

Advertisment

আরও বলেন, 'পরদিন সকালে ঘুম থেকে উঠে কয়েক পা হাঁটতেই আচমকা পুরো শরীর অসার হয়ে গেল। রক্তচাপ ৪০ এ নেমে গিয়েছিল। চোখের সামনে সবকিছু যেন অন্ধকার। শুধু আবছা মনে আছে, আমার চারপাশে সকলে কাঁদছিল। আমি তখন ওম নমঃ শিবায় জপ করছিলাম। ওটা আমি সবসময়ই করি। শিবমন্ত্র জপ করার পর ধীরে ধীরে আমি সুস্থ হই। অনেকদিন পর্যন্ত শরীর খারাপের রেশ ছিল।'

শ্রুতিকা বলেন, 'অর্জুন আমাকে বলেছিল একসঙ্গে সিনেমা দেখে আসি, মন ভাল লাগবে। তখন আমরা কিং কং মুভিটা দেখতে যাই। কিন্তু, সিনেমার আওয়াজে আমার খুব অস্বস্তি হচ্ছিল। হঠাৎ করেই বুক ধরপর শুরু হয়। শরীরের বাঁদিকটা যেন অবশ হয়ে যায়। বাঁহাত নাড়াতেই পাচ্ছিলাম না। এগুলো ছিল হৃদরোগে আক্রান্ত হওয়ার লক্ষ্মণ। পক্ষাঘাত বা স্ট্রোকের মতো অবস্থা হয়ে গিয়েছিল। এখন সেসব অতীত, তবে আমরা দুজনেই খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম।'

আরও পড়ুন সাদা ফুলে সাজানো শেফালির ছবি, হাহাকার অভিনেত্রীর বাবার, কান্না চেপে সান্ত্বনা স্বামীর

bigg boss 18