Shefali Jariwala Prayer Meet: সাদা ফুলে সাজানো শেফালির ছবি, হাহাকার অভিনেত্রীর বাবার, কান্না চেপে সান্ত্বনা স্বামীর

Shefali Jariwala: ২ জুলাই শেফালি জারিওয়ালার শোকসঙার আয়োজন করা হয়। সেখানে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রীর বাবা। যন্ত্রণা চেপে অভিনেত্রীর বাবাকে সামলান পরাগ ত্যাগী।

Shefali Jariwala: ২ জুলাই শেফালি জারিওয়ালার শোকসঙার আয়োজন করা হয়। সেখানে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রীর বাবা। যন্ত্রণা চেপে অভিনেত্রীর বাবাকে সামলান পরাগ ত্যাগী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

শেফালির স্মরণসভা....

Shefali Jariwala Father: ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শেফালি জারিওয়ালা। কাঁটা লাগা গার্লের মৃত্যুর খবরে তোলপাড় টিনসেল টাউন। আকস্মিক মৃত্যুর খবরে চমকে গিয়েছে অনুরাগীরা। ২৮ জুন রাতে চোখের জলে শেফালিকে বিদায় জানিয়েছেন প্রিয়জনেরা। শেষযাত্রায় স্ত্রীর মাথায় হাত বুলিয়ে কপালে আলতো চুমু এঁকে দিয়েছেন স্বামী পরাগ ত্যাগী। শেফালির অস্থি ভাসানোর আগে বুকে আগলে কান্নায় ভেঙে পড়েছিলেন। মর্মান্তিক সেই মুহূর্ত ধরা পড়েছিল সেলেব পাপারাজ্জিদের ক্যামেরায়।

Advertisment

শেফালি জারিওয়ালার মৃত্যুর পর ২ জুলাই বুধবার শোকসভা আয়োজন করা হয়েছিল। সাদা ফুলে সাজানো শেফালির ছবি। মেয়ের ফটোর সামনে চোখের জল আটকাতে পারলেন না শেফালির বাবা সতীশ জরিওয়ালা। এদিকে নিজের যন্ত্রণা চেপে রেখে শ্বশুরমশাইকে সামলাচ্ছেন পরাগ। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল সেই হৃদয়বিদারক মুহূর্ত। পরিবারের সদস্য, কাছের মানুষজন ও বন্ধুবান্ধবরা শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন শেফালির স্মরণসভায়। 

Advertisment

আরও পড়ুন Shefali Jariwala Tragic Love Story: শেফালিকে ছাড়া প্রতিটি রাত...! স্ত্রীর অনুপস্থিতিতে ফাঁকা ঘরে হাহাকার তারকা স্বামী পরাগের

 মৃত্যুর আগের মুহূর্তে ঠিক কী ঘটেছিল?  শুক্রবার রাতে শেফালির বাড়ির পরিস্থিতি কেমন ছিল, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলেন প্রয়াত অভিনেত্রীর কাছের বান্ধবী পূজা ঘাই। বিবেক ললওয়ানির সঙ্গে কথপকথোনের সময় পূজা বলেন, ' ময়নাতদন্তের পরই আমরা বুঝতে পেরেছি ঘটনাটা ঠিক কী ঘটেছিল। ওঁর পরিবার ও পরাগের থেকে সবকিছু শুনে আমার মনে হয়েছে আগের দিন বাড়িতে সত্য নারায়ণ পুজো ছিল। ওঁর শেষকৃত্যের সময়ও বাড়িটা সাজানো ছিল। শরীর নিয়ে খুব সচেতন ছিল। নির্দিষ্ট সময়ে নৈশভোজ করত। তারপর পরাগকে বলত পোষ্যকে ঘুরিয়ে আনতে। যে মুহূর্তে ও নীচে নেমেছে পরিচারিকা ডেকে বলেছেন, দিদির শরীর ভাল নেই। তখন পরাগ পোষ্যকে ঘোরানোর জন্য পরিচারিকাকে নীচে ডেকে উপরে চলে যায়।'

পূজা আরও জানান, 'লিফটের সামনে পরাগ অপেক্ষা করছিল। পরিচারিকা নীচে আসেন। পোষ্যকে ওঁর হাতে দিয়ে লিফটে চেপে উপরে চলে যায়। তখনও পরাগ দেখেছে শেফালি হার্টবিট চলছে। কিন্তু, চোখ দুটো বন্ধ। শরীরের ওজন যেন বেড়ে গিয়েছিল। তখনই বুঝতে পারে কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, বেলভিউতে নিয়ে যাওয়ার আগেই সব শেষ।' 

আরও পড়ুন 'তখনও হার্টবিট চলছিল...', মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কী ঘটেছিল? নীরবতা ভাঙলেন শেফালির বান্ধবী

shefali Jariwala kaanta laga