/indian-express-bangla/media/media_files/2025/09/01/tanya-2025-09-01-14-50-21.jpg)
যা যা শোনালেন...
গোওালিয়রের তরুণ উদ্যোক্তা তানিয়া মিত্তল মহাকুম্ভ সফরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর রাতারাতি ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছিলেন। আর এখন, বিগ বস ১৯-এ অংশগ্রহণের পর তিনি নতুন করে আলোচনায় এসেছেন। তবে এবার প্রশংসার চেয়ে বেশি সমালোচনার শিকার হচ্ছেন তানিয়া। তিনি দাবি করেছেন যে তিনি ২৬ হাজার বর্গফুটের একটি বাড়ির মালিক। তাঁর সঙ্গে কাজ করেন প্রায় ৮০০ জন কর্মী, এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তার জন্য রয়েছে অসংখ্য দেহরক্ষী। নিজেকে তিনি একজন কোটিপতি বলেও দাবি করেছেন।
কিন্তু একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তানিয়ার একটি পুরোনো সাক্ষাৎকার, যেখানে তিনি একেবারেই ভিন্ন মানসিকতার পরিচয় দিয়েছিলেন। নিউস্কুপ-কে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "আমি জানি না আমি যে ধরনের মানুষ চাই, সে আদৌ আছে কি না। তবে আমি বেকার ছেলেকেও বিয়ে করতে রাজি। তার পা টিপতে বা প্রকাশ্যে তাঁর পা ছুঁতে আমার কোনও আপত্তি নেই। আমি বিশ্বাস করি সম্পর্কে ছোট-বড় বলে কিছু নেই।"
নিজেকে ‘হতাশ প্রেমিকা’ আখ্যা দিয়ে তানিয়া তাঁর প্রাক্তন প্রেমিকের সঙ্গে কাটানো সময়ের কথা স্মরণ করেছিলেন। তাঁর কথায়, "আমি এমনই ছিলাম যে প্রেমিক খাবার খাওয়ার পর তাঁর হাত মুছিয়ে দেওয়ার জন্য গরম তোয়ালে এনে দিতাম। আমি জানি, বিয়ের পর আমার স্বামীর সঙ্গেও আমি একই কাজ করব। আমি চাই তিনি সবসময় রাজার মতো অনুভব করুন।"
তাঁর কাছে বিয়েতে ধনী স্বামীর খোঁজ করাটা কোনও অগ্রাধিকার নয়। এ বিষয়ে তানিয়ার বক্তব্য- "আজ আমার তিনটি কারখানা রয়েছে, আমার যথেষ্ট টাকা আছে। তাই আর্থিক নিরাপত্তার জন্য আমি স্বামীর উপর নির্ভর করতে চাই না। বরং আমি চাই, পুরুষদেরও একবার স্বচ্ছন্দে বাঁচার অধিকার দেওয়া হোক, যেন তাঁদের টেবিলে খাবার আনার চিন্তা করতে না হয়। আমি চাই নিজের উপার্জনের পাশাপাশি, স্বামীর জন্য রান্নাও করতে। আমি সব ‘ঘরের কাজ’ জানি। আমার মতে, নারীবাদের নামে আমরা স্বামীদের ছাপিয়ে যেতে শুরু করেছি, যা একদমই ঠিক নয়। দেবী সীতাও তো ভগবান রামের চরণ ছুঁয়েছিলেন।"
একই সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছিলেন, জীবনের একটা সময় তিনি সত্যিই ধনী মানুষকে বিয়ে করতে চেয়েছিলেন। তখন তিনি এমন একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন, যিনি ছিলেন আর্থিকভাবে বেশ স্বচ্ছল। “আমি ভেবেছিলাম, যদি আমার ব্যবসা না চলে তবে তাঁকেই বিয়ে করব। কিন্তু এর আগেই তিনি সম্পর্ক ভেঙে দেন। তাঁর মতে, আমি নাকি সুন্দর নই।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us