/indian-express-bangla/media/media_files/2025/09/14/edew-2025-09-14-09-45-05.jpg)
হইচই-এ আসছে কোন কোন সিরিজ?
/indian-express-bangla/media/media_files/2025/09/14/548014005_1346779467102455_7292937495405406421_n-2025-09-14-10-04-59.jpg)
কাউন্টডাউন শুরু
পুজো মানেই ভরপুর বিনোদন। আর ডিজিটাল মিডিয়ার যুগে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম যে কোনও উৎসবের মরশুমে নিত্য নতুন সিনেমা-সিরিজের পসরা সাজিয়ে হাজির হয়ে যায়। বাঙালি দর্শকের মনোরঞ্জনের জন্য বছর জুড়ে ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই' নিয়ে আসে ভিন্নস্বাদের উপহার। দুর্গাপুজো উপলক্ষেও আসছে 'উৎসবের নতুন গল্প'। যেখানে রয়েছে বেশ কিছু সিরিজ। একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকাটা কেমন। সিরিজপ্রেমীরা কিন্তু, ইতিমধ্যেই নতুনের অপেক্ষায় প্রহর গুনতে শুরু করে দিয়েছে। শারদীয়ার মরশুমে কোন গল্প দর্শকের মনে কতটা প্রভাব বিস্তার করবে তা তো সময় বলবে।
/indian-express-bangla/media/media_files/2025/09/14/wefwefer-2025-09-14-09-39-00.jpg)
সৌমিতৃষার কামব্যাক
দীর্ঘ অসুস্থতার পর ফের কালরাত্রি ২-তে কামব্যাক মিঠাই খ্যাত সৌমিতৃষা কুণ্ডুর। প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় পর্বের অপেক্ষায় দর্শক। এই পুজোয় ওটিটি-তে সৌমিতৃষা ছাড়াও থাকছে আর কোন চমক?
/indian-express-bangla/media/media_files/2025/09/14/1757619671_subhashree-2025-09-14-09-39-00.jpg)
শুভশ্রীর 'অনুসন্ধান'-র অপেক্ষায়
শুভশ্রী অভিনীত হইচইয়ের আগামী সিরিজ 'অনুসন্ধান'। অদিতি রায়ের পরিচালনায় সাংবাদিকের চরিত্রে সম্পূর্ণ নয়া অবতারে দর্শকের দরবারে হাজির হবেন লেডি সুপারস্টার। ইন্দুবালা ভাতের হোটেল-র পর শুভশ্রী ভক্তরা তাঁর পরবর্তী কাজের অপেক্ষায় একেবারে মুখিয়ে রয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/14/edwed-2025-09-14-09-52-16.jpg)
সোহিনী- ঋতাভরীর যুগলবন্দি
সাইকোলজিক্যাল থ্রিলারে সোহিনী- ঋতাভরীর যুগলবন্দি। প্রতীম ডি.গুপ্তর নতুন সিরিজ 'কার্মা কোর্মা'। পুজোয় গোয়েন্দা গল্পের স্বাদ দিতে কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'ফেলুদার গোয়েন্দাগিরি: রয়্যাল বেঙ্গল রহস্য'।
/indian-express-bangla/media/media_files/2025/09/14/sdf-2025-09-14-09-52-16.jpg)
'উৎসবের নতুন গল্প'-এ 'ইন্দু'
এই পুজোয় হইচই-য়ে ফিরছে 'ইন্দু ৩'। নতুন মোড়কে দেবীদের নয়া রূপ দেখার অপেক্ষায় এই সিরিজের দর্শক। একেবারে নতুনভাবে নতুন চরিত্রদেরও আগমন ঘটবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us