পদ্মা, নাসির আলি, গনেশ মন্ডলের কছা মনে আছে নিশ্চয়ই। ঠিকই ধরেছেন বিসর্জনের কথাই বলছি। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবার পর্দায় আনতে চলেছেন বিসর্জনের সিক্যুয়েল। ছবির নাম বিজয়া। বিজয়ার প্রযোজনার দায়িত্বেও অপেরা মুভিজ। গতবছর জাতীয় পুরস্কার পেয়েছিল বিসর্জন। ওপারের পদ্মা আর এপারের নাসিরকে পছন্দ করেছিলেন দর্শকরাও। আবার পর্দায় দেখা যাবে সেই আবির-জয়া জুটিকে। বিসর্জনের রেশ কাটতে না কাটতেই আবার পর্দায় দুই বাংলার গল্প দেখাতে চলেছেন পরিচালক।
Advertisment
বেশ সাড়ন্বরেই হয়ে গেল এই ছবির ঘোষনা। উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ ও পরমব্রত চট্টোপাধ্যায়। দেখা মিলল আবির চট্টোপাধ্যায় ও জয়া আহসানের। শুধু জাতীয় পুরস্কারই নয় বিসর্জন সমাদ্রিত হয়েছিল বহু জায়গায়। এই ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া আহসান।
আবারও ছবির শুটিং হতে পারে টাকির বিভিন্ন জায়গায়। বাংলাদেশের ইছামতীর পাড়ে এক হিন্দু বিধবা পদ্মা। আর এপারের নাসির আলি। এই ঘটনা নিয়েই বিসর্জন। তবে বিজয়ার সঙ্গীতপরিচালনার দায়িত্বে দেখা যাবে ইন্দ্রদীপ দাশুগুপ্তকে। কিছু অপ্রকাশিত কালিকাপ্রসাদের গানও ব্যবহার হতে পারে এই ছবিতে।