Advertisment

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে শ্রদ্ধার্ঘ্য, 'কান'-এর মঞ্চে মুক্তি পেল 'মুজিব'-এর ট্রেলার, শুভেচ্ছা নওয়াজের

ইতিহাসের সাক্ষী রইল কান ফিল্ম ফেস্টিভ্যাল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Mujib trailer, Mujib trailer unveiled at Cannes, Sheikh Mujibur Rahman, কান ফিল্ম ফেস্টিভ্যালে মুজিব-এর ট্রেলার, মুজিব ট্রেলার, বঙ্গবন্ধুর বায়োপিক, নওয়াজউদ্দিন, আরফিন শুভ, শেখ মুজিবুর রহমান, bengali news today

কান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে মুক্তি পেল 'মুজিব'-এর ট্রেলার

“তোমরা একটি মানুষকে খুন করতে পারো। তাঁর আদর্শকে না। আমারে দাবায়ে রাখতে পারবা না…”- শেখ মুজিবর রহমান মানেই প্রতিবাদের ভাষা কিংবা গর্জে ওঠার আরেক নাম। বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে কান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে মুক্তি পেল বঙ্গবন্ধুর বায়োপিক 'মুজিব'-এর ট্রেলার।

Advertisment

ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে বঙ্গবন্ধুর জীবনীচিত্র 'মুজিব'। ‘মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আগেই এই ছবির ঘোষণা হয়েছিল। তবে অতিমারীর কোপে পড়ে একাধিকবার শুটিং স্থগিত থেকেছে। পরিচালনায় শ্যাম বেনেগাল। ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে এই প্রজেক্টে অভিনয় করছেন বাংলাদেশের তিনি জনপ্রিয় তারকা- আরফিন শুভ, নুসরত ফারিয়া, নুসরত ইমরোজ তিসা। বৃহস্পতিবার কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে সেই সিনেমার প্রথম ঝলক-ই প্রকাশ্যে এল।

<আরও পড়ুন: করিনাকে সারপ্রাইজ দিতে কালিম্পংয়ে ছুটে এলেন সইফ-তৈমুর, দেখুন ভিডিও>

কান-এর মঞ্চে ট্রেলার উন্মোচনের পরই পরিচালক শ্যাম বেনেগাল জানান, "দুই দেশের তারকা ও কলাকুশলীদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনচিত্র তৈরির যে সুযোগ পেয়েছি, তা এককথায় অনবদ্য। এই সিনেমা তৈরির পুরো জার্নিটাই উপভোগ করেছি।"

ট্রেলার উন্মোচন করলেন ভারত ও বাংলাদেশ দুই দেশের কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ও হাসান মেহমুদ। এপ্রসঙ্গে কানের মঞ্চে অনুরাগ বলেন, "আমরা এক ঐতিহাসিক নেতার জীবনকাহিনীর ঝলকের সাক্ষী রইলাম। অতিমারীর করুণ পরিস্থিতিতেও ভারত-বাংলাদেশ দুই দেশের কাস্ট ও ক্রিউ মেম্বারদের অত্যন্ত পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে।" পাশাপাশি, ভারতের কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী এও জানান যে, বঙ্গবন্ধুর বায়োপিক তৈরির পরিকল্পনা দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনাই একসঙ্গে করেছিলেন।

অন্যদিকে, বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মেহমুদ জানান, "কিংবদন্তী পরিচালক শ্যাম বেনেগালের ফ্রেমে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনকাহিনীর সংগ্রাম দারুণভাবে তুলে ধরা হয়েছে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mujib Shyam Benegal Sheikh Mujibur Rahman Anurag Thakur Cannes Film Festival Entertainment News
Advertisment