বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারের মেয়ে দেবী এখন পরিবারের নয়নের মণি। মেয়েকে নিয়ে কিছুদিন আগেই ছুটি কাটিয়ে এলেন তাঁরা। দেবীর জন্মের আগে থেকেই বিপাশা বেশ সতর্ক ছিলেন। চিকিৎসকের পরামর্শ মতো তিনি একদম বেড রেস্ট করতেন। কিন্তু, মেয়েকে কোলে পাওয়ার পরই যেন শান্তি হাওয়া হয়ে গেল তাঁর।
Advertisment
দেবী তখন মাত্র তিনদিনের। বিপাশা জানতে পারলেন তাঁর মেয়ে হার্টে দুটো ফুটো নিয়েই জন্মেছে। মা হিসেবে একথা মেনে নেওয়া একেবারেই সম্ভব ছিল না। কী করবেন না করবেন ভেবে পাচ্ছিলেন না তখন। তিনদিনের দেবীকে আকড়ে ধরেছিলেন। যখন এই ছোট্ট মানুষটির তিনমাস বয়স, তখনই তার অপারেশন হয়। বিপাশা সদ্যই এই নিয়ে মুখ খুলেছেন। নেহা ধূপিয়ার সঙ্গে কথোপকথনের সময়, তিনি বলেন...
হার্টের ছিদ্র এতই বড় ছিল যে নিজে থেকে সেটি মিলিয়ে যাওয়া একেবারেই সম্ভব ছিল না। প্রতি সপ্তাহে স্ক্যান করা হতো। কিন্তু, চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, এটিকে অপারেশন করতেই হবে। বিপাশা বলেন, "এটুকু একটা বাচ্চাকে কীভাবে ওপেন হার্ট করা যায়? আমি কি করে সহ্য করতাম। করণ একদম তৈরি ছিল না। কিন্তু, আমি জানতাম আমার মেয়েটাকে আমায় বাঁচাতে হবে। ওর অপারেশন সঠিক সময় হয়েছে বলেই আজ সব ঠিক আছে।"
বাবা হিসেবে ভেঙে পড়েছিলেন করণ। শুধু তাই নয়, একটা সময় রেগে গিয়ে আইসিইউ থেকে তাঁকে বের করে দিয়েছিলেন বিপাশা। কিন্তু, অপারেশনের পর মেয়েকে যখন মনিটরের মাঝখানে ব্যান্ডেজ অবস্থায় সুস্থ দেখেছিলেন, তাঁকে যোদ্ধা ব্যতীত কম মনে হয়নি বিপাশার। বলেন, আমি এসব শেয়ার করতে চাই নি। কিন্তু, সব মায়েদের জন্য আজকে এটা বলতে বাধ্য হলাম। অনেকে আমায় সাহায্য করেছে। আশা করছি, আমার থেকে অনেক মেয়েটা শিখতে পারবে।
এখন সুস্থ আছে দেবী। নিজের ফুর্তিতেই আছে একরত্তি। বিপাশা জানান, "মেয়ে ভাল আছে। আপনারা যারা ওর সুস্থতা কামনা করছেন তাঁদের অসংখ্য ধন্যবাদ। ওকে এভাবেই আশীর্বাদ করবেন।"