/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/bipasha.jpg)
এই প্রথমবার মেয়ের ছবি শেয়ার করলেন করণ-বিপাশা
গত নভেম্বরেই ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বিপাশা বসু ও করণ সিং গ্রুভার। মাসখানেক ধরে খুদে রাজকন্যেকে নিয়ে সুখের ঘরকন্না করছেন তারকাদম্পতি। এযাবৎকাল মেয়ে দেবীর ঝলক খানিক প্রকাশ্যে আনলেও মুখ দেখাননি করণ-বিপাশা। তবে এই প্রথমবার মেয়ের ছবি শেয়ার করলেন তাঁরা। গুবলু-মিষ্টি দেবীর মুখ দেখে আদরে ভরিয়ে দিল নেটপাড়া।
পরনে গোলাপি জামা। মাথায় ব্যান্ড। চোখে-মুখে মিষ্টি হাসি। দেবীর এমন ছবি দেখে মজেছে নেটপাড়া। বিপাশার বলিউডের বন্ধুরাও ততোধিক উচ্ছ্বসিত। মঙ্গলবারই প্রথম দেবীর মুখ প্রকাশ্যে আনেন তাঁরা। আসলে তারকাসন্তানদের মুখো দেখানো নিয়ে তাঁদের মা-বাবাদের কম রাখঢাক নেই। কেউ পাপ্পারাজিদের থেকে মুখ ঢেকে রাখেন, তো কেউ বা আবার সন্তানের কান্ডকীর্তির ছবি প্রকাশ্যে আনলেও পুরোপুরি বাচ্চাদের মুখ দেখাতে চান না। তবে করণ-বিপাশা হাঁটলেন অন্য পথে।
দেবীর ২টো ছবি শেয়ার করে পরিচয় করিয়ে দিলেন। মেয়ের বয়ানের ধরণেই মা -অভিনেত্রী বিপাশা লিখলেন, "আমি দেবী। দেবী বসু সিং গ্রুভার।" যা দেখে মিষ্টি আদুরে কমেন্টে ভরিয়ে দিয়েছেন বলিউড তারকারা। দিয়া মির্জা লেখেন, 'ঈশ্বর তোমার মঙ্গল করুন দেবী। কবে তোমাকে কোলে নেব, তর আর সইছে না।' কাজল আগরওয়াল লেখেন, 'মিষ্টি খুদে।' ভালবাসা জানিয়েছেন মালাইকা অরোরা এবং অভিষেক বচ্চনরাও।
<আরও পড়ুন: আম্বানিদের পার্টিতে গৌরীর সঙ্গে তুমুল অশান্তি! ‘ড্যামেজ কন্ট্রোল’ দিতে শাহরুখ বললেন..>
অনুরাগীরাও করণ-বিপাশার মিষ্টি-গুবলু মেয়েকে দেখে আদরে ভরিয়ে দিয়েছেন। সন্তান আসার আগে কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেত্রী? সেকথা এরআগে সংবাদমাধ্যমের কাছে জানান তাঁরা। বলেছিলেন, "আমরা দুজনেই খুব আবেগপ্রবণ ছিলাম। আমার মনে আছে, করণ আর আমি দুজনেই মায়ের বাড়ি ছুটে গিয়েছিলাম। এই সুখবরটা জানানোর জন্য। মাকেই প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলাম, কারণ মায়েরই ইচ্ছে ছিল যে আমাদের একটা ফুটফুটে সন্তান হোক। সকলেই খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। আমার বিশ্বাস ছিল যে আমরা মা-বাবা হব।"