scorecardresearch

আম্বানিদের পার্টিতে গৌরীর সঙ্গে তুমুল অশান্তি! ‘ড্যামেজ কন্ট্রোল’ দিতে শাহরুখ বললেন..

গৌরীর সঙ্গে তুমুল অভব্য আচরণ শাহরুখের, ভাইরাল হতেই ছি-ছি কার..!

Shah Rukh Khan, Gauri Khan, Shah Rukh Gauri, SRK, SRK fans, NMACC, Priyanka Chopra, Shah Rukh Khan Priyanka Chopra, Bollywood news, শাহরুখ গৌরী, শাহরুখ খান, গৌরী খান, প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ প্রিয়াঙ্কা, আম্বানি কালচারাল সেন্টার, বলিউডের খবর
আম্বানিদের পার্টিতে গৌরীর সঙ্গে তুমুল অশান্তি শাহরুখের!

তিন দশকের দাম্পত্যজীবন। শাহরুখ-গৌরীর সম্পর্কের রসায়ন নিয়ে বলিপাড়ায় চর্চার অন্ত নেই। বাধন ছিঁড়তে ছিঁড়তেও আজও অটুট! বর্তমানে যেখানে বিবাহ বিচ্ছেদের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে, সেখানে শাহরুখ-গৌরীর সুখী দাম্পত্যের চাবিকাঠি কী? অনেকেই সন্দিহান! তবে সম্প্রতি আম্বানিদের পার্টিতে যেভাবে স্ত্রী গৌরী খানের সঙ্গে শাহরুখকে কথা বলতে দেখা গিয়েছে, তা নিয়ে নেটপাড়ায় চর্চার অন্ত নেই।

ভাইরাল ভিডিওতে দেখা গেল, লাউড মিউজিকে শাহরুখ-গৌরী একে অপরের সঙ্গে চেঁচিয়ে কথা বলছেন। তবে তাঁরা কী নিয়ে কথা বলছিলেন, তা ঠাহর করতে না পারলেও কিং খানের অভিব্যক্তি দেখে নেটপাড়ার অনুমান তিনি সম্ভবত স্ত্রী গৌরীর সঙ্গে কোনও বিষয়ে অশান্তি করছিলেন। আর সেই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল। যা দেখে শাহরুখকে কটু কথা শোনাতে ছাড়লেন না নেটপাড়ার নীতি পুলিশেরা।

কারও মন্তব্য, ‘লোকসমাজে কেউ স্ত্রীয়ের সঙ্গে এহেন আচরণ করে?’ কেউ বা আবার গোটা বিষয়টা না জেনেই কিং খানের চরিত্রহননে মজেছেন। বলছেন, ‘এটাই হচ্ছে শাহরুখের আসল রূপ!’ আবার কেউ বা শাহরুখ খানের আচরণের দিকে আঙুল তুলেছেন। আর নেটপাড়ায় যখন শাহরুখ-গৌরীর এমন অশান্তির ভিডিও ভাইরাল, ঠিক তখনই ৩৬০ ডিগ্রি উল্টে গিয়ে স্ত্রীয়ের পোস্টে আদুরে কমেন্ট করলেন শাহরুখ।

তিন সন্তান আরিয়ান, সুহানা, অ্যাবরামকে নিয়ে ক্যামেরার সামনে সপরিবারে পোজ দিয়েছিলেন শাহরুখ-গৌরী। বছরখানেক বাদে আবারও সপরিবারে ধরা দিলেন একফ্রেমে। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন গৌরী। যেখানে কিং খান লেখেন, “বাহ, সন্তানদের কী সুন্দর বড় করে তুলেছো তুমি গৌরী..।”

[আরও পড়ুন: ‘এর চেয়েও অশ্লীল করে দিতে পারি..!’ প্রযোজকের হুমকি কেলেঙ্কারির পর্দা ফাঁস করলেন স্বস্তিকা]

প্রসঙ্গত, নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিল গোটা বলিউড। সেখানে স্বামী নিক জোনাসকে নিয়ে উপস্থিত হন প্রিয়াঙ্কা চোপড়াও। একসময়ে শাহরুখের সঙ্গে দেশি গার্লের ঘনিষ্ঠতার জেরেই নাকি প্রিয়াঙ্কাকে বলিউডে কোণঠাসা করেন করণ জোহর। বছর খানেক বাদে আবারও এক ছাদের তলায় দেখা যায় শাহরুখ-গৌরীর সঙ্গে প্রিয়াঙ্কাকে। তবে কেউই কারও মুখোমুখি হননি। তবে নজর কেড়েছে প্রিয়াঙ্কার পারফরম্যান্সের সময়ে শাহরুখ-পত্নীর উচ্ছ্বাস।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Netizen claims shah rukh khan had argument with gauri khan viral video from nmacc