/indian-express-bangla/media/media_files/2025/09/29/birsa-2025-09-29-14-48-05.jpg)
যা বললেন বিরসা...
ভারত-পাকিস্তান এশিয়া কাপে ঠকি যে তিনটে ম্যাচ হয়েছে, প্রতিটা যেন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এমনকি, মাঠেই যেন অপারেশন সিঁদুরের নতুন ভার্সন দেখিয়েছেন ক্রিকেটাররা। প্রথম ম্যাচে হাত না মেলানো থেকে শুরু করে, নানা বিতর্কের জন্ম নিয়েছে সেইসব খেলার দিনগুলিতে। আর গতকাল যা ঘটেছে, সেই নিয়ে ভারতীয় দলকে কেউ বলছে ঠিক আবার কারওর চোখে তাঁরা বেঠিক।
ভারতীয় দল প্রথম থেকেই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে যা করেছে, তা ভারতবাসীর বেশিরভাগ-ই সমর্থন করেছে। কাশ্মীরে পহেলগাঁও হামলায় জঙ্গিহানায় নিষ্পাপ ভারতীয়দের প্রাণ যাওয়ার কারণেই যে এহেন ঘটনা দেখা গিয়েছে সেকথা পরিষ্কার। এমনকি, পাকিস্তানের প্লেয়ারদের তরফেও মাঠে নানা ইঙ্গিত মিলেছে। তবে, গতকাল মহসিন নকভিকে যেভাবে হ্যাটা করেছে ভারতীয় ক্রিকেট দল, সেই দেখে আনন্দে আত্মহারা টলিপাড়ার অন্যতম নির্মাতা বিরসা দাশগুপ্ত।
Durga Puja Mahasaptami: মামার বাড়ির পুজোয় আদুরে যুগ, কাজল পুত্রর কান্ডকীর্তি ভাইরাল
পাকিস্তান সরকারের মন্ত্রী হওয়ার পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতিও মহসিন। গতকাল ভারতকে ট্রফি তুলে দেওয়ার জন্য তিনি হাজির ছিলেন ময়দানে। ম্যাচ শেষে, তিনি ভারতীয় দলকে ট্রফি দিতে চেয়েছিলেন। কিন্তু ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সাফ জানিয়ে দেন তার হাত থেকে তাঁরা ট্রফি নেবেন না। কিন্তু নকভি ধিট হয়ে বসে থাকেন ট্রফি দিলে তিনিই দেবেন। তবে সূর্য জানিয়ে দেন তাঁরা ট্রফি নেবেন না। ফলে ট্রফি ছাড়াই তাঁরা জয় উদযাপন করেন। নিজেদের মতন আনন্দ করেন। আর সেই দৃশ্য দেখে, বিরসা সমাজ মাধ্যমে কী লিখলেন?
ইমাজিনারি ট্রফি নিয়ে তাঁরা সেলিব্রেশন করলেন। উড়ল ধোঁয়া, আতসবাজির ফোয়ারা, প্লেয়াররা নাচলেন, আনন্দ করলেন। এই দৃশ্যে বিরসার মন্তব্য, ভারতকে অনেক শুভেচ্ছা আবারও একবার এশিয়া কাপ জেতার জন্য। ভারতের চ্যাম্পিয়নরা মঞ্চে দাঁড়িয়ে এমনভাবে ছবি তুলছিল যেন তারা ট্রফি হাতে নিয়েছে। অন্যদিকে পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভি এশিয়া কাপ নিয়ে স্টেডিয়াম ছেড়ে চলে গেলেন, তাড়াহুড়ো করে দেশে ফিরে বিজয় ঘোষণা করার জন্য। নিজের মন্তব্যে নিজেই হাসছেন তিনি। এবং কেন?
কারণ অপারেশন সিঁদুর হওয়ার পর পাক-প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, তাঁরা নাকি ভারতের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছেন। এবং পাকিস্তানকে নিয়ে রসিকতা করে অনেকেই বলেন, তাঁরা সবকিছুতেই জয় পায়, শুধু সমাজ মাধ্যমে। আরও নানা বিতর্ক জন্ম নেয় সেক্ষেত্রে। সেসব কথা অনেকেরই জানা। তাই যে বিজয় ঘোষণার কথা বলেছেব বিরসা একথা বলাই যায়।