Advertisment
Presenting Partner
Desktop GIF

ওয়েবে 'মাফিয়া' রাজ আনছেন বিরসা

পরমব্রত চট্টপাধ্যায়ের প্রযোজনায় ওয়েব সিরিজের শুটিং শুরু করেছেন অনেকদিন। সাইকোলজিক্যাল এই থ্রিলারের নাম 'মাফিয়া'। আটচল্লিশ মিনিট করে আটটি পর্বে ভাগ করা হবে এই সিরিজকে।

author-image
IE Bangla Web Desk
New Update
mafia birsa

বিরসা দাশগুপ্তর প্রথম ওয়েব সিরিজ মাফিয়া। ফোটো- বিরসার ইনস্টাগ্রাম

ওয়েব সিরিজের ময়দানেও এবার পা রাখলেন বিরসা দাশগুপ্ত। পরমব্রত চট্টপাধ্যায়ের প্রযোজনায় ওয়েব সিরিজের শুটিং শুরু করেছেন অনেকদিন। সাইকোলজিক্যাল এই থ্রিলারের নাম 'মাফিয়া'। আটচল্লিশ মিনিট করে আটটি পর্বে ভাগ করা হবে এই সিরিজকে। সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ইশা সাহা, ঋদ্ধিমা ঘোষ, অনিন্দিতা বসু, মধুরিমা রায়, অঙ্কিতা চক্রবর্তীর মতো শিল্পীরা। হিন্দি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা নমিতা দাসও রয়েছেন এই সিরিজে।

Advertisment

প্রসঙ্গত, হিন্দি ও বাংলা দুটি ভাষাতেই দেখানো হবে এই সিরিজ। পাঁচজন বন্ধুকে নিয়ে তৈরি 'মাফিয়া'-র গল্প। একসঙ্গে পড়ার সময় তারা মাফিয়া খেলা নিতে মেতে থাকত। শুরুটা সেখানেই। তারপরে কলেজ পাশ করে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে।

Silky haze. Crazy bunch. And the mighty Alexa LF.#MAFIA#WebSeries@ZEE5India@ZEE5Premium@m_ishaa@bose_anindita10@tanmaydhananiapic.twitter.com/jv0wWuCylb

আরও পড়ুন,  তেরি মেরি কাহানি’ অসাধারণ গেয়েছেন রানু: হিমেশ রেশমিয়া

রিইউনিয়নের সময় ফের দেখা হয় ছয় জনের। আর কলেজের স্মৃতি মনে পড়ে যায়, 'মাফিয়া' খেলা শুরু করে নস্টালজিক হয়ে। আর খেলার মাঝেই একটা খুন হয়ে যায়। মূহুর্তে বদলে যায় পরিবেশ।

তাহলে খুনি কে? এই রহস্যের সমাধানের জন্য অপেক্ষা করতে বিরসার ওয়েব সিরিজ মুক্তির দিন পর্যন্ত। পরমব্রত চট্টোপাধ্যায় আগে কাজ করেছেন বিরসার পরিচালনায়। এবার জি ফাইবের তিনটি গল্পের প্রযোজনা করছেন তিনি। তারমধ্যেই রয়েছে বিরসার 'মাফিয়া'।

parambarata chatterjee web series
Advertisment