Advertisment

সোনালির শরীরে বহু ক্ষতচিহ্ন, অভিনেত্রীকে খুন বলেই সন্দেহ পুলিশের

বিজেপি নেত্রী-অভিনেত্রীর মৃত্যুরহস্যে চাঞ্চল্যকর মোড়! খুনের মামলা রুজু গোয়া পুলিশের।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sonali phogat, sonali phogat dead, sonali phogat death, sonali phogat death case, sonali phogat murder case, Sonali phogat death cause, সোনালি ফোগাট, সোনালি ফোগাট রহস্যমৃত্যু, sonali phogat death news, sonali phogat news, BJP নেত্রী-অভিনেত্রী সোনালি ফোগাট, Indian Express Entertainment News, Bengali News today

সোনালি ফোগাট মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়!

সোনালি ফোগাট মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়! এবার BJP নেত্রী-অভিনেত্রীর নামে খুনের মামলা রুজু করল গোয়া পুলিশ। এর আগে রহস্যমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল। সোনালির পরিবার কাঠগড়ায় তুলল, তাঁর গোয়া সফরসঙ্গীদের।

Advertisment

মঙ্গলবারই সোনালি ফোগাটের মৃত্যুসংবাদ প্রকাশ্যে এসেছে। গোয়ায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ‘বিগ বস’ খ্যাত নায়িকা। সেখান থেকে আর বাড়ি ফিরতে পারেননি সোনালি। প্রথমটায় শোনা গিয়েছিল, মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। তবে পরে গোয়া পুলিশ সোনালি ফোগাট-ইস্যুতে রহস্যমৃত্যুর মামলা রুজু করে। সন্দেহ সেখান থেকেই দানা বাঁধে, তাহলে কি খুন-ই হয়েছেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী? কারণ শরীরেও ক্ষতচিহ্ন দেখা গিয়েছে।

বৃহস্পতিবার গোয়া পুলিশের তরফে সোনালি ফোগাটের পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করল। প্রসঙ্গত, এর আগে উত্তর গোয়া থানার পুলিশ জানিয়েছিল, অঞ্জুনার হাসপাতালে সোনালি ফোগাটকে নিয়ে আসার পরই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়। কারণ হাসপাতালে পৌঁছনোর আগেই সোনালির মৃত্যু হয়েছিল।

<আরও পড়ুন: ১৫ দিন পর জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের, এখন কেমন আছেন ‘গজধর’?>

এপ্রসঙ্গে গোয়ার এক পুলিশ আধিকারিক জানান, “২২ আগস্ট গোয়ায় ঘুরতে আসেন সোনালি ফোগাট। ২৩ তারিখ সকাল থেকেই তাঁর শারীরিক কষ্ট শুরু হয়। হঠাৎ-ই বুকে ব্যথা অনুভব করেন। এরপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা সোনালি ফোগাটকে মৃত বলে ঘোষণা করেন।” স্বাভাবিক শরীর নিয়েই তো ঘুরতে গিয়েছিলেন বিজেপি নেত্রী তথা নায়িকা। কীভাবে সফরের একদিনের মাথায় মৃত্যু হতে পারে সোনালির? প্রশ্ন তুলে তাঁর বোন দাবি করেছিলেন, সোনালির খাবারে বিষ মিশিয়ে খুন করা হয়েছে।

ইতিমধ্যেই বয়ান রেকর্ড করা শুরু করেছে গোয়া পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিজেপি নেত্রী তথা অভিনেত্রীর ময়নাতদন্তের জন্য গোয়া মেডিক্যাল কলেজে চিকিৎসকদের টিম গঠন করা হয়েছে। এসবের মাঝেই বৃহস্পতিবার সোনালি ফোগাটের খুনের মামলা রুজু করল গোয়া পুলিশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood Goa Entertainment News BJP Leader
Advertisment