/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/09/shabana.jpg)
জাভেদ, শাবানা, নাসিরুদ্দিনদের চরম কটাক্ষ নরোত্তম মিশ্রর
দেশের সাম্প্রদায়িক হানাহানি নিয়ে বরবারই মুখ খোলেন জাভেদ আখতার, শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ-দের মতো বিদ্বজ্জনেরা। বিশেষ করে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন বলিপাড়ার এই প্রবীণ তারকারা। এবার সেই প্রেক্ষিতেই জাভেদ, শাবানা, নাসিরুদ্দিনদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।
বিজেপি নেতা তথা মন্ত্রী নরোত্তমের কথায়, "রাজস্থানে কানহাইয়া লালকে গলা কেটে খুন করলে কিংবা ঝাড়খণ্ডে কোনও বোনকে পুড়িয়ে হত্যআ করলে এঁরা চুপ থাকেন। কিন্তু বিজেপি শাসিত কোনও রাজ্যে কিছু ঘটলেই জাভেদ, শাবানা, নাসিরুদ্দিনরা প্রতিবাদে ফেটে পড়েন। এঁরা তো টুকরে টুকরে গ্যাংয়ের স্লিপার সেল।"
এখানেই অবশ্য থামেননি নরোত্তম মিশ্র। বলেন, "নাসিরুদ্দিন শাহ তো বিজেপি শাসিত কোনও রাজ্যে কোনও কাণ্ড ঘটলেই ভারতে থাকতে ভয় পান। এঁদের আসল রূপ আমজনতাও জেনে গিয়েছে। এসবরে পরও কীভাবে নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন জাভেদ, শাবানা, নাসিরুদ্দিনরা?" প্রশ্ন বিজেপির ডাকসাইটে নেতার।
<আরও পড়ুন: পিঠে লেখা ‘baby on board’! বউ আলিয়ার কীর্তি দেখে লজ্জায় লাল রণবীর>
প্রসঙ্গত, সম্প্রতি বিলকিস বানোর ধর্ষকদের জেল থেকে ছাড়া দেওয়ায় প্রতিবাদে গর্জে উঠেছিলেন শাবানা আজমি। এমনকী এপ্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি কেঁদে অবধি ফেলেন প্রকাশ্যে। শাবানা প্রশ্ন তোলেন, "এই ঘটনার পরও দেশে নিরাপত্তাহীনতায় ভোগা মেয়েরা কিংবা ধর্ষণের হুমকি পাওয়া কোনও নারী কী আশা করবেন সরকারের কাছ থেকে? আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কী জবাব দেব?"
উল্লেখ্য, নূপুর শর্মা কাণ্ডের সময়ও নাসিরুদ্দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ জানান, বেঁফাস, লাগামহীন কথা বলা দলের লোকগুলিকে তিনি যে সৎ বুদ্ধি দেন। দেশে সাম্প্রদায়িক হানাহানি কিংবা উসকানির ঘটনায় জাভেদ আখতারও একাধিকবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। এবার সেই প্রেক্ষিতেই বোধবয় পাল্টা ফোঁস করে উঠলেন মধ্যপ্রদেশের স্বারাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা নরোত্তম মিশ্র।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন