Advertisment

'আয়ারাম-গয়ারাম বাংলার সংস্কৃতি নয়', মুকুলের TMC প্রত্যাবর্তনে তীক্ষ্ণ খোঁচা 'দলবদলু' হিরণের

মুকুলকে কটাক্ষ করে ঠিক কী বললেন BJP বিধায়ক হিরণ?

author-image
IE Bangla Web Desk
New Update
Hiran chatterjee, Mukul Roy, Bengal Politics

Hiran Chatterjee on Mukul Roy: শুক্রবার সকাল থেকেই রাজ্য রাজনীতি তোলপাড়। স-পুত্র ‘পদ্ম-পরিচয়’ ত্যাগ করে জোড়াফুল-বাগানে প্রত্যাবর্তন করেছেন সর্ব ভারতীয় বিজেপির সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy)। এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ তৃণমূল ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সর্বভারতীয় তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে ‘ঘর ওয়াপসি’ ঘটে মুকুল এবং তাঁর পুত্র শুভ্রাংশু রায়ের। প্রায় সাড়ে তিন বছর নয় মাস পর প্রাক্তন দলের কাছে ফিরতে পেরে বেজায় খুশি কৃষ্ণনগরের বিজেপি (BJP) বিধায়ক। আর মুকুলের প্রত্যাবর্তন নিয়ে যখন সোশ্যাল মিডিয়াজুড়ে তুমুল হইচই, তখনই তাঁকে 'আয়ারাম-গয়ারাম' বলে আক্রমণ করলেন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)।

Advertisment

প্রসঙ্গত, হরিয়ানায় 'গয়া লাল' (Gaya Lal) বলে একজন কংগ্রেস বিধায়ক ছিলেন, যিনি ১৯৬৭ সালে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ২ বার এবং ১৫ দিনের ব্যবধানে তিন তিনবার দল বদল করেছিলেন। কিছুদিন পর তৎকালীন কংগ্রেস নেতা রাও বীরেন্দ্র সিং তাঁকে চণ্ডীগড়ে ডেকে সংবাদমাধ্যমের সামনে দাঁড় করিয়ে 'আয়ারাম গয়ারাম' বলে সম্বোধন করেন। তার দিন কয়েক বাদেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যশোবন্ত রাও চবনও সংসদে প্রতিক্রিয়া হিসেবে প্রথম 'আয়ারাম গয়ারাম' বাক্যবন্ধ ব্যবহার করেন। মুকুল রায়ের তৃণমূল-প্রত্যাবর্তনে সেই প্রসঙ্গ টেনেই তীব্র খোঁচা দিলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।

<আরও পড়ুন: TMC সাংসদ নুসরতের সঙ্গে BJP তারকাপ্রার্থী তনুশ্রী-শ্রাবন্তীরা, ‘বন্ধুত্ব’ নাকি শিবির বদলের ইঙ্গিত?>

একুশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) মুখেই জোড়াফুল ছেড়ে পদ্ম-শিবিরে যোগ দিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। নির্বাচনী টিকিট পেয়ে জিতে বর্তমানে তিনি বিধায়কও। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া সেই হিরণই এবার মুকুলের উদ্দেশে মন্তব্য করলেন, "এবার ধান্দাবাজির রাজনীতি বন্ধ হোক। পশ্চিমবঙ্গ যে নোংরা রাজনীতির খেলা দেখছে তাতে রাজনৈতিক নেতাদের উপর সাধারণ মানুষের আস্থা উঠে যাবে। আয়া রাম গয়া রাম পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি নয়।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bengali News mukul roy kolkata news bjp tmc Hiran Chatterjee
Advertisment