/indian-express-bangla/media/media_files/2025/06/21/rudra-on-abhijit-ganguly-2025-06-21-15-06-48.png)
বন্ধুকে নিয়ে উদ্বিগ্ন রুদ্র...
Abhijit Ganguly Hospitalised: অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসুস্থ। শারীরিক অবনতির কথা চিন্তা করেই, দিল্লি AIIMS - এ স্থানান্তরিত করা হয়েছে তাকে। আপাতত সেখানেই চিকিৎসকদের করা পর্যবেক্ষণে রয়েছেন তিনি। প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি সংসদএর শরীর নিয়ে উদ্বিগ্ন বিজেপির অন্যান্য নেতারাও। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা ফোন করেছিল রুদ্রনীল ঘোষকে ( Rudranil Ghosh )। যার সঙ্গে তার হৃদ্যতা-বন্ধুত্ব সাংঘাতিক। অন্তরের কাছের এই বন্ধু মানুষটির এমন অবস্থায়, কলকাতায় বসে উদ্বিগ্ন রুদ্র।
অভিনেতা বলছেন, তাঁকে অবজারভেশনে রাখা হয়েছে। তাঁর ভাইপো দীপ রয়েছে সেখানে। ওর সঙ্গে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে। এখন অবজারভেশনে রাখার পরেই বলা যাবে, পরবর্তী প্রক্রিয়া কি। যতদূর জানা যাচ্ছে ৭০ শতাংশ তার প্যানক্রিয়াস অ্যাটাক করেছে। কিন্তু বিষয়টা খুবই আচমকা ঘটেছে জানিয়ে তো হয়নি। তবে এমন কিছু খাওয়া দাওয়া উনি করতেন না যে কারণে লিভারের সমস্যা হতে পারে। জটিলতা কি করে কমানো যায় তার জন্য চেষ্টা করা হচ্ছে। নানান এক্সপার্টরা রয়েছেন সেখানে। স্বাস্থ্যতে তো কেন্দ্রে রয়েছেন জে পি নাড্ডা, উনিও খোঁজ নিচ্ছেন তদারকি করছেন। সকলেই খুব সিরিয়াস এই ব্যাপারটা নিয়ে।
Taslima Nasrin: হানিমুনে স্ত্রীকে নিলামে তুলেছিলেন, প্রচণ্ড মারতেন, প্র…
রুদ্রনীলের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক দেখার মত। নানান জায়গায় হাতে হাত ধরে তারা ঘুরেছেন রাজনীতির প্রচার করেছেন। সে মানুষটা যখন হঠাৎ করে আজ এমন অবস্থায়, তখন রুদ্রনীলের কেমন অনুভূতি? অভিনেতার কথায়, "উনি তথাকথিত রাজনীতির মানুষ তো ছিলেন না খুব সম্মানীয় স্তরে ছিলেন। সারা পশ্চিমবাংলার মানুষের চিন্তা ভাবনার অভিমুখ পাল্টে দিয়েছিলেন উনি। দেশের আদালত তো সাধারণ মানুষের ভালো চাইতে, তাদের সুবিচার দিতে তৎপর। অভিজিৎ বাবু ঠিক সেরকমই বিচারপতি ছিলেন, যিনি সাধারণ মানুষের জন্য ভাবতেন। সংস্কৃতি এবং সমাজ জীবন বিষয় ও তার প্রচন্ড দৃষ্টি। কেউ যদি একটু ভালো কাজ করেন, তাকে ডেকে প্রশংসা করতেন।"
রুদ্রনীল জানান, "আরো অনেকবার খোঁজ দিতে হবে মানুষটা কেমন আছেন। ইচ্ছে আছে একবার দিল্লি যাওয়ার। তার সঙ্গে অনেকদিন এমনি ও দেখা হচ্ছিল না। যদিও বা, আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ না হলেও তিন চার দিন পর পর ফোনালাপ চলতেই থাকতো। নানান বিষয় তার সাথে কথা হতো রাজনৈতিক অ রাজনৈতিক। সে বিষয়গুলো খুব মিস করছি। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। বন্ধুত্বের তো কোন বয়স হয় না। আমি খুব লাকি, তার সঙ্গে আমার বন্ধুত্ব হওয়ার একটা অবকাশ হয়েছিল।"