BJP, Tollygunj, Bengali Film: খাতায়-কলমে সোমবারই প্রথম টালিগঞ্জে শক্তি প্রদর্শন করল গেরুয়া ব্রিগেড। এদিন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশনের (ইআইএমপিসিসি) তরফে বিক্ষোভ মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছিল। টালিগঞ্জে মহানায়ক উত্তম কুমারের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয় প্রায় সাড়ে তিনটে নাগাদ। কয়েকশো শিল্পী-কলাকুশলীদের এই মিছিলে বার বার শোনা যায়, "টালিগঞ্জে দাদাগিরি ও দিদিগিরি বন্ধ হোক!" দাসানি স্টুডিওতে গিয়ে বিকেল পাঁচটা নাগাদ শেষ হয় এই মিছিল।
ইআইএমপিসিসি-র ভাইস চেয়ারপার্সন সঙ্ঘমিত্রা চৌধুরী ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানান, "টালিগঞ্জে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে ভাল টেকনিশিয়ান বা শিল্পীরা কাজ পাচ্ছেন না। যাঁরা কাজ পাচ্ছেন, তাঁদের অনেকেরই টাকা বাকি। গিল্ড বা ফেডারেশনের কার্ড দেওয়ার জন্য প্রভূত পরিমাণে কাটমানিও নেওয়া হচ্ছে। বিশ্বাস ব্রাদার্সের যে আধিপত্য ফিল্ম ইন্ডাস্ট্রিকে নষ্ট করে দিচ্ছে, তার বিরুদ্ধেই আমাদের লড়াই।"
নবনির্মিত টলিউডের শিল্পী এবং কলাকুশলীদের সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচালার কনফেডেরেশনের ভাইস চেয়ারপার্সন সঙ্ঘমিত্রা চৌধুরী জানালেন, তাঁদের আজকের মিছিলের দাবি pic.twitter.com/dtFxJPvgWe
— IE Bangla (@ieBangla) July 8, 2019
এখানে বিশ্বাস ব্রাদার্স বলতে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই তথা ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের কথা বলতে চেয়েছেন সঙ্ঘমিত্রা চৌধুরী, তা স্পষ্ট। ফেডারেশনের কাজকর্ম নিয়ে শিল্পী-কলাকুশলীদের একটি বড় অংশের ক্ষোভ ইতিমধ্যেই সামনে এসেছে। তবে রাজ্যজোড়া কাটমানি কাণ্ডের আবহে ফেডারেশনের নাম উঠে এল এদিনই প্রথম।
আরও পড়ুন: টালিগঞ্জের শিল্পী-কলাকুশলীদের পথে নামার ডাক সোমবার
ইআইএমপিসিসি-র পক্ষ থেকে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূলের নিয়ন্ত্রণাধীন সংগঠন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া-কে। এদিনের মিছিলের আয়োজকরা টেকনিশিয়ান্স স্টুডিও, এনটি-ওয়ান স্টুডিও এবং দাসানি স্টুডিও-র সামনে ছোট ছোট পথসভাও করেন। সেখানে বক্তব্য রাখার সময় ইআইএমপিসিসি নেতৃবৃন্দ এক রকম চ্যালেঞ্জ জানিয়েছেন ফেডারেশনকে।
টালিগঞ্জে পেমেন্টের সমস্যা না মিটলে, যোগ্য ব্যক্তিরা কাজ না পেলে পথে নামবে সংগঠন। প্রয়োজনে আরও বড় আন্দোলন হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইআইএমপিসিসি নেতৃত্ব। ফেডারেশন "বিশ্বাসঘাতক", টালিগঞ্জের শিল্পী-কলাকুশলীদের ক্রমাগত ঠকিয়ে চলেছে, এমন অভিযোগও উঠে এসেছে এদিনের মিছিল থেকে।
ইআইএমপিসিসি-র বিবিধ অভিযোগের বিষয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের কী মতামত, তা জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত তাঁর মতামত পাওয়া যায় নি। তিনি এই বিষয়ে তাঁর মতামত জানালে, অবিলম্বে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি অগ্নিমিত্রার
তবে সোমবারের পদযাত্রায় যাঁরা সামিল হলেন, তাঁদের মধ্যে 'প্রথম সারি'-র শিল্পীর সংখ্যা খুবই কম। বলা হয়েছে, অনেকেই শুটিংয়ের কারণে আসতে পারেন নি। তবে কিছু তরুণ পরিচালক ও প্রযোজক এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন। টলিপাড়ার বর্ষীয়ানদের মধ্যে ছিলেন অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায় ও পরিচালক-প্রযোজক প্রবীর রায়। উপস্থিত ছিলেন বিজেপি সদস্য তথা অভিনেতা জর্জ বেকারও।
আটের দশকে দূরদর্শন-এর পরিচিত প্রযোজক-পরিচালক প্রবীর রায় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানান, "গত কয়েক বছরেই এই পেমেন্টের সমস্যা বেড়েছে। কত ভাল ভাল অভিনেতা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ঘনিষ্ঠ না হওয়ার কারণে কাজ পাচ্ছেন না। এসব অচিরেই বন্ধ হওয়া প্রয়োজন।"
পেমেন্ট ও কাটমানি ছাড়াও আরও একটি ইস্যুও তুলে ধরা হয় সোমবারের ইআইএমপিসিসি কর্মসূচিতে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, টালিগঞ্জ এখনও ইন্ডাস্ট্রির মর্যাদা পায়নি। অবিলম্বে এই বিষয়টি নিয়ে সংগঠনের প্রতিনিধিরা কথা বলবেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে। ইআইএমপিসিসি-এর পক্ষ থেকে টালিগঞ্জের সমস্ত শিল্পী ও কলাকুশলীদের সোমবারের পদযাত্রায় অংশ নিতে আহ্বান জানানো হলেও বর্তমান প্রজন্মের বড় মুখেদের দেখা মেলেনি এদিন।
আজকের এই কর্মসূচিকে বারবার "আন্দোলনের সূত্রপাত" বলেই অভিহিত করেছেন ইআইএমপিসিসি নেতৃবৃন্দ। এই সংগঠন টালিগঞ্জে কতটা প্রভাবশালী হয়ে উঠতে পারবে, সমস্যা সমাধানে কতটা কার্যকরী হবে, তা ভবিষ্যত বলবে।