১৯৯৮ সালে ‘হম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ মারার অভিযোগে বুধবার ৫ বছরের কারাবাসের সাজা পেয়েছেন সলমন খান। জামিন না পাওয়া অবধি যোধপুরের কেন্দ্রীয় কারাগারে ২ নং ওয়ার্ডে ১০৬ নং কয়েদি সল্লুভাই। ৫ বছর জেলবাসের আদেশ হওয়ার পর কারাগারে প্রথম রাত কাটালেন অভিনেতা। তবে তাঁর জেলবাস ছিল নেহাতই অনাড়ম্বর। ইতিমধ্যে আজ সকালে সলমনের আইনজীবীরা ৫১ পাতার একটি জামিনের আবেদন করেছেন যোধপুর সেশনস কোর্টে। আজ বেলা সাড়ে দশটা থেকে মামলার শুনানি।
১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শ্যুটিংয়ে এসে যোধপুরের কাঙ্কাণি গ্রামে কৃষ্ণসার হরিণ শিকার করেন সলমন। তার জেরেই সলমনকে বন্যপ্রাণী (সুরক্ষা) আইনের ধারা ৯/৫১-এর অধীনে দোষী সাব্যস্ত করা হয় এবং পাশাপাশি ১০,০০০ টাকা জরিমানাও করা হয়। তাঁকে রাখা হয়েছে হত্যা এবং যৌন নির্যাতনে সাজাপ্রাপ্ত আশারাম বাপুর পাশের সেলে। শ্যুটিং চলাকালীন শিকার করার ইন্ধন যোগানোর অভিযোগ রয়েছে সইফ আলি খান, নীলম, তব্বু ও সোনালি বেন্দ্রের বিরুদ্ধে। ভাইজানের ৫ বছরের কারাদণ্ড হলেও, অন্য ৪ অভিযুক্ত সেফ আলি খান, নীলম, তব্বু ও সোনালি বেন্দ্রে বেকসুর খালাস পেয়েছেন।
সলমনের জেলশাস্তির খবর শুনতেই কপালে ভাঁজ পড়েছে বি-টাউনের প্রযোজক-পরিচালকদের। এই মুহূর্তে ভাইজানকে নিয়ে বলিপাড়ায় মোটা টাকার লগ্নি রয়েছে। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমন খানের সাজা হওয়ায়, ঝুলে রইল তাঁর আগামী ছবিগুলোর ভাগ্য।
আরও পড়ুন- কৃষ্ণসার হরিণ হত্যা মামলা: জেল হল সলমন খানের, বিপাকে বলিউড
কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে ঘিরে গতকাল থেকে ট্যুইটারে ঝড় উঠেছে বি-টাউনের প্রযোজক-পরিচালক থেকে অভিনেতা অভিনেত্রীদের।
I know for a fact that Salman bhai and his family have the utmost respect and faith in our judiciary system. @BeingSalmanKhan is one of the strongest and most genuine people I know and I’m sure he will come out of this stronger.
— Varun DAN Dhawan (@Varun_dvn) April 5, 2018
@BeingSalmanKhan can't be looked at only through the prism of court judgement. Large-hearted & endearing, Salman has been through many ups & downs in life. Am sure this bad patch will pass off very soon.https://t.co/hgyM5XxMqC
— Raj Babbar (@RajBabbarMP) April 5, 2018
Today has been a very mixed emotion day with @BeingSalmanKhan news strange u don’t meet someone ever n still u can feel so much pain for tht person ! I’m kinda sad n I wish him n the whole family lot of strength in this tough time...#allahnigehban????????
— Shama Sikander (@shamasikander) April 5, 2018
I respect the law but must confess the verdict saddens me. My heart goes out to @BeingSalmanKhan & his family members. 5 yrs is too harsh! I hope they review the decision, in lieu of his great humanitarian work & grant him bail tom ????#WeSupportSalmanKhan #BlackbuckPoachingCase
— Rahul Dev Official (@RahulDevRising) April 5, 2018
Really Sad to see my friend Salman khan sentenced for 5 year But the Law must take its course & we got to respect the decision of honourable court of India but i still think punishment is to harsh but my heart goes to his family & fans ..
Am sure he will out soon ..— Shoaib Akhtar (@shoaib100mph) April 5, 2018