Advertisment
Presenting Partner
Desktop GIF

রক্ত সংকট ব্লাড ব্যাঙ্কগুলিতে, সাহায্য সিধুর

ক্যাকটাসের সমস্ত ব্যান্ড মেম্বার ও সিধুর ফ্যান ক্লাল 'লাভ ইউ সিধুদা' একজোট হয়েছে। রক্তদানে যোগ দিতে প্রায় বেশ কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছে এই গ্রুপের ছেলেমেয়েরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গায়ক সিধু। ফোটো- ফেসবুক

করোনা আতঙ্কে লকডাউনে গোটা দেশ। ফলে সমস্ত রকম জমায়েত বন্ধ। আর এতেই সমস্যার পড়েছে ব্লাড ব্যাঙ্কগুলি। দেখা গিয়েছে রক্তের আকাল। কোনও মতে কাজ চালাচ্ছে হাসপাতাল। খবরটা কানে আসা মাত্র নড়ে চড়ে বসেছিলেন ক্যাকটাসের লিড ভোকালিস্ট, সিধু।

Advertisment

লকডাউনে বাইরে বেরনো যাচ্ছে না তো কী! বাড়িতে বসেই রক্তদান প্রকল্পের আয়োজন করলেন সিধু। ক্যাকটাসের সমস্ত ব্যান্ড মেম্বার ও সিধুর ফ্যান ক্লাল 'লাভ ইউ সিধুদা' একজোট হয়েছে। রক্তদানে যোগ দিতে প্রায় বেশ কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছে এই গ্রুপের ছেলেমেয়েরা। লকডাউনে বাইরে বেরনো যাচ্ছে না তো কী! বাড়িতে বসেই রক্তদান প্রকল্পের আয়োজন করলেন সিধু।

আরও পড়ুন, বাংলা থিয়েটারে পুরুষতন্ত্রের বিপ্রতীপে দাঁড়িয়েছিলেন ঊষাদি: দেবেশ

গায়ক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার আগে নিজেও ডাক্তার ছিলেন সিধু। প্র্যাকটিসও করেছেন, তাই শহরে রক্তের জোগান কম নাড়া দিয়েছিল তাঁকে। নিজেই যোগাযোগ করেছিলেন শহরের দুটি ব্লাড ব্যাঙ্কে। তাঁর বাড়ি অর্থাৎ গড়িয়া এলাকা থেকে ৬ ইউনিট রক্তদান করেই যাত্রা শুরু।

আরও পড়ুন, পিতৃহারা মিঠুন, লকডাউনের জেরে অন্ত্যোষ্টিতে অনুপস্থিত

ফেসবুক চ্যালেঞ্জ করেও রক্তদান এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবেছেন সিধু। এই উদ্যোগে পটা, শিলাজিৎ-এর মতো বন্ধুদের শামিল করার ভাবনা রয়েছে তাঁর। তবে কেবল রক্তদান নয়, প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করার কাজও করছে সিধুর ফ্যান ক্লাব।

প্রসঙ্গত, করোনা আবহে দেশের অস্বস্তি বাড়িয়ে আক্রান্তের সংখ্যা পেরোল ২১ হাজার। এখনও কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের বৃদ্ধি অব্যাহত। বেড়েছে মৃত্যুসংখ্যাও। এ দেশে করোনা মৃতের সংখ্যা ছুঁয়েছে ৬৫২।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

sidhu Lockdown
Advertisment