/indian-express-bangla/media/media_files/2025/10/11/thumb-2025-10-11-14-36-44.jpg)
হেমাকে ভুলে প্রথম স্ত্রীর কাছে ধর্মেন্দ্র
Dharmendra First Wife: ধর্মেন্দ্রর ব্যক্তিগত জীবনও তাঁর অভিনয় জীবনের মতোই নাটকীয়। তিনি যখন পঞ্জাব থেকে মুম্বই আসেন তখন তিনি বিবাহিত। সুপারস্টার হওয়ার পর পরিবারের ভাগ্য বদলে যায়। তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে নতুন জীবনযাত্রার সঙ্গে মানিয়ে চলার প্রস্তুতি নিতে হয়। এর কয়েক বছর পর আরও এক চ্যালেঞ্জিং মহূর্তের সম্মুখীন হয়েছিলেন প্রকাশ কৌর। হেমা মালিনীর সঙ্গে ধর্মেন্দ্রর সম্পর্ক তৈরি হতেই চিড় ধরে দাম্পত্যে। হেমা মালিনীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েও আলাদা থাকতেন দুজনে। প্রথম স্ত্রী-সন্তানদের নিয়ে নিজের বাড়িতে থাকতেন ধর্মেন্দ্র আর হেমা থাকতেন নিজস্ব বাংলোতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র পুত্র ববি দেওল জানিয়েছেন, বর্তমানে ধর্মেন্দ্রের খান্ডালার ফার্মহাউসে একসঙ্গে থাকছেন তাঁর বাবা-মা। ABP লাইভকে দেওয়া সাক্ষাৎকারে, যখন ববি-কে জিজ্ঞেস করা হয়েছিল যে তাঁর বাবা সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করছেন সেগুলো দেখে মনে হয় যেন তিনি একাকীত্বে ভুগছেন। অভিনেতা বলেন, 'আমার মা-বাবা সেখানে আছেন। তাঁরা দুজনেই খান্ডালার ফার্মে আছেন। ওঁরা ফার্মহাউসে থাকতে ভালোবাসেন। দুজনেই বার্ধ্যকে পৌঁছেছেন আর ফার্মহাউসে থাকা তাদের জন্য শান্তিপূর্ণ। আবহাওয়াও খুব ভাল, খাবার ভাল। বাবার কাছে ওটা স্বর্গ।'
আরও পড়ুন বিছানায় শয্যাশায়ী- একটি পা উপরে!! প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর এ কী হাল, ভিডিও দেখলে চমকে যাবেন
তিনি আরও বলেন, 'বাবা খুবই আবেগপ্রবণ। তিনি নিজের অনুভূতিগুলো সবাইকে জানান। কখনও আবার অতিরঞ্জিত হয়ে যান। আমি জিজ্ঞেস করি কেন তিনি এমন লিখলেন বা বললেন। আমাকে উত্তরে বলেন হৃদয় যে চায় সেটাই করেন। আমরা সবসময় তাঁর রাখি। তবে মাঝে মধ্যে ব্যস্তও থাকি। তখন তিনি আবেগপ্রবণ হয়ে কিছু লেখেন। তবে বুঝতে পারেন না কত মানুষ তাঁর পোস্ট পড়তে পারে।' মাকে নিয়েও কথা বলেন ববি দেওল। তিনি জানান, 'আমার মায়ের কথা বেশি শোনা যায় না কারণ সাধারণত কেউ আমাদের সম্পর্কে জিজ্ঞেস করে না। আমার মা গৃহিণী, আর আমি তাঁর প্রিয় সন্তান। আমরা প্রতিদিন কথা বলি।'
আর যোগ করেন, 'তিনি আমার জীবনের সবচেয়ে শক্তিশালী নারী। তাঁর জীবনযাত্রা খুবই কঠিন ছিল। তিনি একটি ছোট গ্রাম থেকে উঠে আসা সাধারণ মেয়ে। তারপর একজন সুপারস্টারের স্ত্রী হিসেবে শহুরে জীবনের সাথে খাপ খাওয়াতে হয়েছে। এটা খুব সহজ ছিল না। আমি যেমন আমার স্ত্রীর সমর্থনে আজকের আমি, তেমনি বাবা আমার মায়ের সমর্থনে বড় তারকা হতে পেরেছেন।'
আরও পড়ুন 'হৃদয়ের দূরত্ব বাড়ছে...', মুক্তি চাইছেন ধর্মেন্দ্র! বর্ষীয়ান অভিনেতার পোস্টে কোন রহস্য?
কয়েক বছর আগে, ‘লেহেরন রেট্রো’কে দেওয়া সাক্ষাৎকারে হেমা বলেছিলেন তিনি আলাদা বাড়িতে থাকেন। তাঁর কথায়,
'কেউ চাইবে না এভাবে জীবন কাটাতে। এটা নিজে নিজেই ঘটে যায়। যা ঘটে, তা মেনে নিতে হয়। অন্যথায় কেউ চাইবে না এভাবে জীবন কাটাতে। প্রতিটি নারী চাইবে স্বামী ও সন্তানদের সঙ্গে সুখী পরিবারে থাকতে। কিন্তু কোথাও কিছুটা আলাদা হয়ে গিয়েছে। তবে আমার কোনও ক্ষোভ নেই। আমি নিজেকে নিয়েই খুশি। আমার দুই সন্তান আছে, এবং আমি তাদের ভালোভাবে বড় করেছি।'